বাসস বিদেশ-৫ : সৌদি তেলক্ষেত্রে ইয়েমেনীদের হামলা একটি সতর্কবার্তা : রুহানি

121

বাসস বিদেশ-৫
ইরান-রুহানি
সৌদি তেলক্ষেত্রে ইয়েমেনীদের হামলা একটি সতর্কবার্তা : রুহানি
তেহরান, ১৮ সেপ্টেম্বর, ২০১৯ (বাসস ডেস্ক) : ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, সংঘর্ষ পীড়িত ইয়েমেনে যুক্তরাষ্ট্রের সমর্থনে সৌদি হস্তক্ষেপের জবাবে রিয়াদের তেলক্ষেত্রে তারা যে হামলা চালিয়েছে তা সম্ভাব্য বড় ধরণের যুদ্ধেরই সতর্কবার্তা।
বুধবার কেবিনেট বৈঠকের পর রুহানি তার টুইটার একাউন্টে আরো বলেন, ইয়েমেনীরা কোন হাসপাতালে, স্কুলে কিংবা বাজারে হামলা করেনি। তারা হামলা করেছে একটি শিল্পকেন্দ্রে। কেবল সতর্ক করার জন্যে।
এদিকে যুক্তরাষ্ট্র দাবি করেছে সৌদি তেল ক্ষেত্রে শনিবারের এ হামলার সঙ্গে ইরানের জড়িত থাকার প্রমাণ তাদের কাছে রয়েছে।
বাসস/জুনা/১৮১০/আরজি