নীলফামারীতে হরিজন জনগোষ্ঠির অধিকার নিশ্চিতে কর্মশালা

180

নীলফামারী, ১৮ সেপ্টেম্বর, ২০১৯ (বাসস) : জেলায় হরিজন জনগোষ্ঠির দক্ষতা এবং আত্মবিশ্বাস বৃদ্ধির মাধ্যমে অধিকার নিশ্চিতে ‘লার্নিং শেয়ারিং’ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার বেলা ১২টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন নীলফামারীর জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- অতিরিক্ত পুলিশ সুপার এবিএম আতিকুর রহমান, জেলা আইনগত সহায়তা কর্মকর্তা উৎপল ঘোষ, সাংবাদিক ভুবন রায় নিখিল প্রমুখ।
উল্লেখ্য, হরিজন জনগোষ্ঠির দক্ষতা এবং আত্ববিশ^াস বৃদ্ধির মাধ্যমে অধিকার নিশ্চিতের লক্ষ্যে এককোটি ৫৪ লাখ টাকা ব্যয়ে ৩ বছরের জন্য রংপুর সিটি কর্পোরেশন ও সৈয়দপুর পৌরসভার ২৮টি ওয়ার্ডে কার্যক্রম পরিচালিত হচ্ছে।