রেললাইন সংযোগ প্রশ্নে দুই কোরিয়ার মধ্যে আলোচনা অনুষ্ঠিত

223

সিউল, ২৬ জুন, ২০১৮ (বাসস ডেস্ক): উত্তর ও দক্ষিণ কোরিয়া দু’দেশের মধ্যে রেললাইনের সংযোগ স্থাপন প্রশ্নে মঙ্গলবার আলোচনা করেছে। সরাসরি রেল সংযোগ বিভক্ত এ উপদ্বীপের দু’পক্ষের মধ্যে একটি ইতিবাচক সম্পর্ক গড়ে তুলবে। খবর এএফপি’র।
ডিমিলিটারাইজড জোনে অস্ত্রবিরতি পালন করা পানমুনজম গ্রামে এ আলোচনা অনুষ্ঠিত হয়। এ ইস্যুতে বিগত ১০ বছরের মধ্যে তাদের মধ্যে এটি ছিল প্রথম আলোচনা।
উল্লেখ্য, সিউল থেকে পিয়ংইয়ং এবং চীন সীমান্তের সিনুইজুতে যাওয়ার একটি রেললাইন বিদ্যমান রয়েছে। প্রকৃতপক্ষে কোরীয় যুদ্ধের অনেক আগে বিশ শতকের গোড়ার দিকে জাপান এটি নির্মাণ করে।
আলোচনায় বলা হয়, এ সংযোগ চীন, রাশিয়া ও ইউরোপের বিভিন্ন বাজারে বাণিজ্যের সুযোগ করে দেবে।