নওগাঁয় গত অর্থ বছরে ৪৬০ কোটি ৪৮ লক্ষ ৫১ হাজার টাকা ঋণ বিতরণ

281

নওগাঁ, ১৭ সেপ্টেম্বর,২০ ১৯(বাসস): জেলায় পৃথক ৩০টি ব্যাংকের বিভিন্ন শাখার মাধ্যমে বিগত ২০১৮-১৯ আর্থিক বছরে মোট ৪৬০ কোটি ৪৮ লক্ষ ৫১ হাজার টাকা বিতরণ করা হয়েছে। কৃষি ও কৃষকের উন্নয়ন, শিল্প উদ্যোক্তা, গবাদি পশু ও হাঁস মুরগী পালন, ক্ষুদ্র ব্যবসা ইত্যাদি খাতে এসব ঋণ প্রদানের মাধ্যমে সাধাণন মানুষের আর্থ সামাজিক উন্নয়ন পাশাপাশি তাদের সক্ষমতা বৃদ্ধি করণের কার্যক্রম তরান্বিত করেছে।
ব্যাংক জনতা ব্যাংকের ডি জি এম মোঃ জাহিদুর রহমান জানিয়েছেন নওগাঁ জেলায় বিভিন্ন সরকারী ও বেসরকারী মিলিয়ে মোট ৩৪টি ব্যাংক রয়েছে। এর মধ্যে ৩০টি ব্যাংক উল্লেখিত পরিমান ঋণ প্রদান করেছে। সংশ্লিষ্ট অর্থ বছরে মোট ধার্যকৃত লক্ষ্যমাত্রার চেয়ে অতিরিক্ত ঋণ বিতরণ করা হয়েছে। এ অর্থ বছরে এসব ব্যাংকের ঋণ বিতরণের মোট লক্ষ্যমাত্রা ছিল ৩৭৫ কোটি ৪২ লক্ষ ৫০ হাজার টাকা’র।
সূত্রমতে সংশ্লিষ্ট অর্থ বছরে বিভিন্ন ব্যাংকওয়ারী ঋণ বিতরণের পরিমান হচ্ছে জনতা ব্যাংক লিঃ ২০ কোটি ৮৬ লক্ষ ৬৭ হাজার টাকা, সোনালী ব্যাংক লিঃ ১৫ কোটি ৫ লক্ষ টাকা, অগ্রণী ব্যাংক লিঃ ১৫ কোটি ৬৭ লক্ষ ৪৩ হাজার টাকা, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ১৬০ কোটি ৩১ লাক্ষ ৯১ হাজার টাকা, বিআরডিবি ২১ কোটি ৬১ লক্ষ ৯৮ হাজার টাকা, কর্মসংস্থান ব্যাংক ৪ কোটি ৩১ লক্ষ ৫৯ হাজার টাকা, রুপালী ব্যাংক লিঃ ৮৮ লক্ষ ৭৬ হাজার টাকা, প্রাইম ব্যাংক লিঃ ৭ লক্ষ ৩০ হাজার টাকা, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ ১৪৮ কোটি ৩৫ লক্ষ ৯৯ হাজার টাকা, মার্কেন্টাইল ব্যাংক লিঃ ৮ কোটি ৭৮ লক্ষ ২৯ হাজার টাকা, সাউথইষ্ট ব্যাংক লিঃ ১০ কোটি ৩২ লক্ষ ৯১ হাজার টাকা, আই এফ আই সি ব্যাংক লিঃ ১ কোটি ৯৬ লক্ষ টাকা, ইউ সি বি এল ৮৩ লক্ষ টাকা, যমুনা ব্যাংক লিঃ ১ কোটি ৯১ লক্ষ টাকা, শাহ জালাল ইসলামী ব্যাংক লিঃ ১৪ লক্ষ ৮৫ হাজার টাকা, উত্তরা ব্যাংক লিঃ ১৭ লক্ষ টাকা, আল-আরাফা ইসলামী ব্যাংক ৩ কোটি ৬০ লক্ষ ৮১ হাজার টাকা, ন্যাশনাল ব্যাংব লিঃ ২৩ কোটি ৬৩ লক্ষ ১৮ হাজার টাকা, বি সি বি লিঃ ৫৭ লক্ষ টাকা, পূবালী ব্যাংক লিঃ ৩ লক্ষ টাকা, এবি ব্যাংক লিঃ ৭০ লক্ষ টাকা, ফাষ্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিঃ ৮৯ লক্ষ ৫৯ হাজার টাকা, সিটি ব্যাংক লিঃ ৭ কোটি ৯৩ লক্ষ ৫ হাজার টাকা, প্রিমিয়ার ব্যাংক লিঃ ১৫ লক্ষ টাকা, এক্সিম ব্যাংক লিঃ ৬ কোটি ৪ লক্ষ টাকা, ডাচ-বাংলা ব্যাংক লিঃ ৩৫ লক্ষ টাকা, এনসিসি ব্যাংক লিঃ ১৫ লক্ষ টাকা, সোস্যাল ইসলামী ব্যাংক লিঃ ২ কোটি ১৮ লক্ষ ২০ হাজার টাকা, ব্র্যাক ব্যাংক লিঃ ২ কোটি ৩৪ লক্ষ টাকা এবং ব্যাংক এশিয়া লিঃ ৬১ লক্ষ টাকা।