বাজিস-২ : পিরোজপুরে শারদীয় দুর্গোৎসবকে ঘিরে উৎসবের আমেজ

236

বাজিস-২
পিরোজপুর-দুর্গোৎসব
পিরোজপুরে শারদীয় দুর্গোৎসবকে ঘিরে উৎসবের আমেজ
পিরোজপুর, ১৭ সেপ্টেম্বর, ২০১৯ (বাসস) : সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাকে ঘিরে পিরোজপুর জেলার সর্বত্র উৎসবের আমেজ বিরাজ করছে। জেলার বিভিন্ন এলাকার দুর্গামন্দিরগুলোতে প্রতিমা তৈরির কাজ চলছে দ্রুত গতিতে। পিরোজপুর পৌর এলাকার কালীবাড়ি, আখড়াবাড়ী, রাজারহাট, পালপাড়া, রায়েরকাঠী এবং কৃষ্ণনগরসহ বিভিন্ন মন্দির ঘুরে এ চিত্র দেখা গেছে। মন্দিরে মন্দিরে এখন চলছে প্রতিমা তৈরীর শেষ পর্যায়ের কাজ।
আগামী ৪ অক্টোবর ষষ্ঠী পূজা, ৫ অক্টোবর দুর্গা সপ্তমী, ৬ অক্টোবর মহাষ্টমী, ৭ অক্টোবর মহানবমী এবং ৮ অক্টোবর বিজয়া দশমী। শাস্ত্রানুযায়ী এ বছর দেবী দুর্গা ঘোটকে আগমণ করবেন এবং ঘোটকে চড়ে গমণ করবেন। পিরোজপুর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিমল কুমার মন্ডল জানান ৩ অক্টোবর বোধন থেকে শারদীয় দুর্গোৎসব এর মুল পূজা শুরু হবে এবং ৮ অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হবে হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। জেলা পূজা উদ্যাপন পরিষদ সূত্রে জানা গেছে, এবার জেলায় ৫১৫টি পূজা মন্ডপে দুর্গা পূজার আয়োজন চলছে। সবচেয়ে বেশি পূজা হচ্ছে নাজিরপুর উপজেলায়। নাজিরপুরে এবার ৮ টি ইউনিয়নে ১শত ১৮টি, পিরোজপুর পৌর এলাকার ১৭টিসহ সদর উপজেলায় ৬৩টি, ভান্ডারিয়া উপজেলায় ৬৩টি, স্বরূপকাঠী উপজেলায় ১১৪টি, মঠবাড়িয়া উপজেলায় ৯২টি, কাউখালী উপজেলায় ৩৯টি, এবং ইন্দুরকানী উপজেলায় ২৬টি মন্ডপে প্রতিমা তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার অপরাধ ও প্রশাসন মোল্লা আজাদ হোসেন জানান, সকল মন্দিরে সুষ্ঠু এবং শান্তিপূর্র্ণ দুর্গা পূজা সম্পন্ন করার লক্ষ্যে জেলা পুলিশের পক্ষ থেকে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে। এছাড়া খুব শ্রীঘ্রই জেলা ও উপজেলার পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ এবং মন্দির কমিটির সভাপতি,সম্পাদকদের সাথে মত বিনিময় এর আয়োজন করবে জেলা পুলিশ। এদিকে জেলা প্রশাসনের উদ্যোগেও অনুরূপ এক সভার আয়োজন করা হবে। এ জেলার সনাতন ধর্মালম্বীরা নিশ্চিন্তে দুর্গা পূজা উৎসবের আমেজ নিয়ে সম্পন্ন করতে পারবে বলে নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার মোঃ হায়াতুল ইসলাম খান।
বাসস/সংবাদদাতা/১১৩৫/নূসী