যুক্তরাষ্ট্রের নিরাপত্তা উপদেষ্টা হিসেবে বোল্টনের নাম ঘোষণা ট্রাম্পের

419

ওয়াশিংটন, ২৩ মার্চ, ২০১৮ (বাসস ডেস্ক) : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার তার নতুন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে জাতিসংঘের সাবেক দূত জন বোল্টনের নাম ঘোষণা করেছেন। তিনি বিদায়ী সামরিক জেনারেল এইচআর ম্যাকমাস্টারের স্থলাভিষিক্ত হচ্ছেন। খবর এএফপি’র।
এক টুইটার বার্তায় ট্রাম্প বলেন, ‘আমি আনন্দের সাথে জানাচ্ছি যে জন বোল্টন হবেন আমার নতুন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। তিনি ০৪/০৯/১৮ সাল থেকে এ পদে তার দায়িত্ব পালন করবেন।’
ট্রাম্প পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনকে সরিয়ে দেয়ার মাত্র কয়েকদিন পর এমন ঘোষণা দিলেন।
ট্রাম্প ওই টুইটার বার্তায় বলেন, ‘জেনারেল এইচআর ম্যাকমাস্টারের দায়িত্বের জন্য আমি অনেক কৃতজ্ঞ। তিনি অনেক নিষ্ঠার সাথে তার দায়িত্ব পালন করেছেন। ম্যাকমাস্টার সব সময় আমার বন্ধু হয়ে থাকবেন।’
উল্লেখ্য, ম্যাকমাস্টার এ বছরের শেষের দিকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদ থেকে সরে দাঁড়াবেন বলে ধারণা করা হচ্ছে। ফলে তার চলে যাওয়া আকস্মিক কিছু নয়।