বাসস দেশ-৬ : ‘বিইউপি ইন্টারন্যাশনাল মডেল ইউনাইটেড নেশন কনফারেন্সের’ পুরস্কার বিতরণ

134

বাসস দেশ-৬
বিইউপি-বিতরণ
‘বিইউপি ইন্টারন্যাশনাল মডেল ইউনাইটেড নেশন কনফারেন্সের’ পুরস্কার বিতরণ
ঢাকা, ১৫ সেপ্টেম্বর, ২০১৯ (বাসস) : ‘বিইউপি ইন্টারন্যাশনাল মডেল ইউনাইটেড নেশন কনফারেন্স-২০১৯’র পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল শনিবার রাজধানীর মিরপুর সেনানিবাসস্থ বিইউপি’র “বিজয় অডিটোরিয়ামে” অনুষ্ঠিত হয়।
সাবেক পররাষ্ট্র সচিব মো. তৌহিদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মেলনে যোগদানকারী প্রতিনিধিদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
ইউনিলিভার বাংলাদেশ’র সহযোগিতায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস’র (বিইউপি) ফ্যাকাল্টি অব সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ তিন দিনব্যাপী এ সম্মেলনের আয়োজন করে।
বিইউপি গ্লোবাল অ্যাফেয়ার্স কাউন্সিল পরিচালিত সম্মেলন পরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে,বিশেষ অতিথি ছিলেন বিইউপির উপ-উপাচার্য প্রফেসর ড. এম আবুল কাশেম মজুমদার।
ফ্যাকাল্টি অব সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ’র ডিন ব্রিগেডিয়ার জেনারেল মোঃ সিদ্দিকুল আলম শিকদারের ধন্যবাদ জ্ঞাপনের মধ্যদিয়ে অনুষ্ঠান শেষ হয়।
বিইউপিতে মডেল ইউনাইটেড নেশন কনফারেন্সে বাংলাদেশসহ পঁচিশটি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে প্রায় ৪০০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।
এবারের সম্মেলনের প্রতিপাদ্য ছিল ‘মানবিক সংকট মোকাবেলা ও প্রত্যাবাসনের টেকসই উদ্যোগ’।
বিইউপির ঊধ্বর্তন কর্মকর্তা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, বিইউপির শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বাসস/আইএসপিআর/জেডআরএম/১৬৩০/কেকে