বাজিস-৩ : পিরোজপুরে ৩৫ কোটি ৫৬ লক্ষ টাকা ব্যয়ে সড়ক নির্মাণ কাজ শুরু হচ্ছে

252

বাজিস-৩
পিরোজপুর- সড়ক নির্মাণ
পিরোজপুরে ৩৫ কোটি ৫৬ লক্ষ টাকা ব্যয়ে সড়ক নির্মাণ কাজ শুরু হচ্ছে
পিরোজপুর, ১৪ সেপ্টেম্বর, ২০১৯ (বাসস) : ঝালকাঠী-কীর্ত্তিপাশা-মুক্তারপুর-স্বরূপকাঠী আঞ্চলিক সড়কের পিরোজপুর অংশের মজবুতকরণ এবং সেতু ও কালভার্ট নির্মাণের কাজ শুরু হচ্ছে। ৩৫ কোটি ৫৬ লক্ষ টাকা চুক্তি মূল্যের এ কাজের দরপত্র গ্রহণ করে ঠিকাদার নির্বাচিত করা হয়েছে এবং ঠিকাদারকে কার্যাদেশও দেয়া হয়েছে।
পিরোজপুর অংশের সাড়ে ৪ কিলোমিটার এ সড়কটি মজবুতকরণের পাশাপাশি ৪টি সেতু ও ১৮টি কালভার্ট নির্মাণ করা হবে। এ সড়কের বালি বাড়িতে একটি ৬৯ মিটার ইদিলকাঠী ও জৌলসারে ৩২ মিটার করে ২টি এবং হাজিরপুলে ২৬ মিটারের একটি সেতু নির্মাণ করা হবে। এছাড়া সর্বমোট ৭২ মিটার দৈর্ঘ্যরে ১৮টি কালভার্টও একযোগে নির্মাণ করা হবে। স্বরূপকাঠীর পৌর মেয়র মোঃ গোলাম কবীর জানান, এ সড়কটির কাছাকাছি বিভিন্ন স্থানে বেশ কয়েকটি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা এবং কলেজ রয়েছে। এছাড়া কয়েকটি হাটবাজারও রয়েছে। এ অঞ্চলের সবচেয়ে বড় এবং উঁচু গাবখান সেতুর পাশ থেকে এ রাস্তাটি পিরোজপুরের স্বরূপকাঠীতে চলে এসেছে। এ অঞ্চলের উৎপাদিত পেয়ারা, আমড়া, ডাব, কলা নার্সারীতে বিভিন্ন জাতের চারা এবং কাঠ ও ছোবরা শিল্পের তৈরী মালামাল সড়ক পথে এ সড়কটি ব্যবহার করে দেশের বিভিন্ন অঞ্চলে প্রেরণ করা সহজ হবে। সড়ক ও জনপথ অধিদপ্তরের পিরোজপুরর নির্বাহী প্রকৌশলী মাসুদ মাহমুদ সুমন জানান, ২০২০ সালের জুনের মধ্যে এ সড়কটির কাজ শেষ করতে ঠিকাদারকে বলা হয়েছে।
বাসস/সংবাদদাতা/১১-৪৫/নূসী।