বাসস দেশ-২৩ : পবিত্র হজ পালন শেষে এ পর্যন্ত দেশে ফিরেছেন ১ লাখ ৭ হাজার ৪২৯ জন হাজী

821

বাসস দেশ-২৩
হজ-ফ্লাইট
পবিত্র হজ পালন শেষে এ পর্যন্ত দেশে ফিরেছেন ১ লাখ ৭ হাজার ৪২৯ জন হাজী
ঢাকা, ১৩ সেপ্টেম্বর, ২০১৯ (বাসস) : পবিত্র হজ পালন শেষে আজ পর্যন্ত ৩২০টি ফিরতি হজ ফ্লাইটে এক লাখ ৭ হাজার ৪২৯ জন হাজী দেশে ফিরেছেন।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ১৫৬টি এবং সৌদি এয়ারলাইন্স পরিচালিত ১৬৪টি ফিরতি হজ ফ্লাইটে এই হাজীরা দেশে ফিরেছেন বলে আজ হজ অফিস সূত্রে জানা যায়।
ঢাকা হজ অফিস সূত্রে জানা যায়, এ বছর বাংলাদেশ বিমান ও সৌদিয়া এয়ারলাইন্সের মাধ্যমে মোট ৩৬৫টি হজ ফ্লাইটে বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৫২ জন (সরকারি ব্যবস্থাপনা সদস্যসহ) সৌদি আরব গিয়েছেন।
এ বছর সৌদি আরবের বাংলাদেশের চিকিৎসা কেন্দ্র থেকে এ পর্যন্ত ১ রাখ ২১ হাজার ৭৬৩ জনকে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। এছাড়া ১ লাখ ২১ হাজার ৬৯৩ জনকে চিকিৎসা ব্যববস্থাপত্র প্রদান করা হয়েছে।
গত ১০ আগস্ট পবিত্র হজ পালন শেষে ১৭ আগস্ট থেকে হাজীরা দেশে ফিরতে শুরু করেন। শেষ ফিরতি হজ ফ্লাইট আগামী ১৫ সেপ্টেম্বর।
এ বছর ১৭ জন মহিলাসহ সর্বমোট ১১৭ জন হজ যাত্রী সৌদি আরবে ইন্তেকাল করেছেন। এরমধ্যে মক্কায় ১০২জন, মদিনায় ১৩জন ও জেদ্দায় ২ জন হজযাত্রী ইন্তেকাল করেন বলে হজ অফিস সুত্রে জানা যায়।
বাসস/নিজস্ব/এমএআর/২২১৫/-কেকে