বাসস বিদেশ-২ : বাহামাসে হারিকেনের আঘাতের ঘটনায় এখনো ১৩০০ নিখোঁজ

292

বাসস বিদেশ-২
বাহামাস-আবহাওয়া-হারিকেন
বাহামাসে হারিকেনের আঘাতের ঘটনায় এখনো ১৩০০ নিখোঁজ
মিয়ামি, ১৩ সেপ্টেম্বর, ২০১৯ (বাসস ডেস্ক) : বাহামাসে হারিকেন ডরিয়ানের আঘাতের ঘটনায় এখনো প্রায় এক হাজার ৩শ’ জন নিখোঁজ রয়েছে। এরআগে দুই হাজার ৫শ’ জন নিখোঁজ থাকার কথা বলা হয়েছিল। খবর এএফপি’র।
যারা বিভিন্ন আশ্রয় কেন্দ্রে রয়েছে তাদের নামের সাথে নিখোঁজদের নাম মিলানোর পর এ সংখ্যা জানালো বাহামাসের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা (এনইএমএ)।
এদিকে বাহামা কর্তৃপক্ষ ৫ মাত্রার শক্তিশালী এ হারিকেনের আঘাতে এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ৫০ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে।
তারা আরো জানায়, এ সংখ্যা উল্লেখযোগ্যভাবে আরো বাড়তে পারে। কেননা, এ ঘটনায় এখনো বহু লোক নিখোঁজ রয়েছে।
এদিকে সাবেক এক প্রধানমন্ত্রী বলেন, চূড়ান্তভাবে মৃতের সংখ্যা বেড়ে কয়েকশ’তে দাঁড়াতে পারে বলে তিনি আশংকা করছেন।
বাসস/এমএজেড/১২০০/এমএবি