বাসস সংসদ-৮ (প্রধানমন্ত্রী) (প্রথম কিস্তি) : সংসদ জনগণের আস্থা ও বিশ্বাস অর্জন করেছে : প্রধানমন্ত্রী

512

বাসস সংসদ-৮ (প্রধানমন্ত্রী) (প্রথম কিস্তি)
শেখ হাসিনা-ভাষণ
সংসদ জনগণের আস্থা ও বিশ্বাস অর্জন করেছে : প্রধানমন্ত্রী
সংসদ ভবন, ১২ সেপ্টেম্বর, ২০১৯ (বাসস) : প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা বলেছেন, সংসদ দেশের গণতন্ত্রকে শক্তিশালী করছে। কেননা এটি জনগণের আস্থা ও বিশ্বাস অর্জন করেছে।
প্রধানমন্ত্রী আজ একাদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে তাঁর সমাপনী ভাষণে বলেন, ‘এই জাতীয় সংসদ ৩০ লাখ শহীদ ও ২ লাখ মা-বোনের ইজ্জতের বিনিময়ে প্রতিষ্ঠিত হয়েছে। এই সংসদ সবসময়ই জনগণের কথা বলে এবং আমরা তা প্রমাণ করতে সক্ষম হয়েছি।’
সংসদ নেতা বলেন, ‘জনগণ ভোট দিয়ে জাতীয় সংসদ নির্বাচন করেছেন। এই সংসদে দাঁড়িয়ে আমরা সবসময় জনগণের কথা বলি। আর সেজন্যই আমরা তাদের সেবা করার জন্য বার বার নির্বাচিত হয়েছি।’
প্রধানমন্ত্রী বলেন, বিরোধী দল দশম জাতীয় সংসদে গঠনমূলক ভূমিকা পালন করেছে এবং একাদশ জাতীয় সংসদেও তারা একই ভূমিকা পালন করছে।
সংসদে চমৎকার পরিবেশ বিরাজ করছে উল্লেখ করে তিনি এজন্য সরকার ও বিরোধী দলীয় সদস্যদের ধন্যবাদ জানান।
চলবে/বাসস/এসএইচ/অনুবাদ-এইচএন/২২২০/-এবিএইচ