বাজিস-৮ : পাবনায় মাছের পোনা অবমুক্তকরণ ও বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছে জেলা যুবলীগ

513

বাজিস-৮
পাবনা-যুবলীগ
পাবনায় মাছের পোনা অবমুক্তকরণ ও বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছে জেলা যুবলীগ
পাবনা, ১১ সেপ্টেম্বর, ২০১৯ (বাসস) : জেলার বিভিন্ন বিল এবং উন্মুক্ত জলাশয়ে একশ’ মন দেশী মাছের পোনা অবমুক্তকরণ এবং ২০ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারারোপন ও বিতরণের উদ্যোগ নিয়েছে পাবনা জেলা যুবলীগ।
আজ বুধবার জেলার ফরিদপুর উপজেলার বড়বিলায় পাঁচমন পোনামাছ অবমুক্ত এবং উপজেলার যুবলীগ নেতাকর্মিদের মধ্যে আড়াই হাজার গাছের চারা বিতরণ করে এই কমূসচির উদ্বোধন করেন পাবনা জেলা যুবলীগের আহবায়ক আলী মর্তুজা বিশ্বাস সনি।
এ উপলক্ষে বুধবার দুপুরে ফরিদপুর উপজেলার ওয়াজি উদ্দিন খান মুক্তমঞ্চে ফরিদপুর উপজেলা যুবলীগের সভাপতি আসাদুজ্জামান আলালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাইদুর রহমান ঠান্ডুর পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক শিবলী সাদিক ও শেখ সাকিরুল ইসলাম রনি।
বাসস/সংবাদদাতা/২২১০/-এমকে