সিরিয়ার ইদলিবে বিমান হামলায় বেসামরিক নাগরিক নিহত

293

আল-দাহের, সিরিয়া, ১১ সেপ্টেম্বর, ২০১৯ (বাসস ডেস্ক) : সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলে রুশ বিমান হামলায় একজন বয়স্ক ব্যক্তি নিহত হয়েছে। জিহাদী নিয়ন্ত্রিত ওই অঞ্চলে গত ৩১ আগস্ট মস্কো ঘোষিত অস্ত্রবিরতির পর এটিই প্রথম এ ধরণের হামলা ও হতাহতের ঘটনা।
সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস একথা জানায়।
সংস্থাটির মতে, এই অস্ত্রবিরতির কারণে গত চার মাস ধরে ইদলিবে সরকার ও তার মিত্র রাশিয়ার পক্ষ থেকে ভয়ংকর বোমা হামলা বন্ধ রয়েছে। কিন্তু অস্ত্রবিরতি শুরুর পর মঙ্গলবার রাশিয়া তার প্রথম বিমান হামলাটি চালায়। থেকে থেকে এ বিমান হামলা বুধবার ভোর পর্যন্ত চলে। এ হামলায় ৭৫ বছর বয়সী এক ব্যক্তি নিহত হয়। তবে, এরপর থেকে হামলা বন্ধ রয়েছে।
নিহত ব্যক্তির নাম আহমাদ ইসা মুসা। তিনি কয়েক বছর আগে আলেপ্পো থেকে ইদলিবে বসবাস শুরু করেন।
তার ছেলে আবু আনাস জানান, রাতে তাদের ঘুমিয়ে থাকার সময়ে এই হামলা চালানো হয়। ঘর থেকে দ্রুত বেরুতে না পারার কারণে তার পিতা নিহত হয়।
সিরীয় সরকার ও জিহাদীদের মধ্যে এটি এ ধরণের দ্বিতীয় অস্ত্রবিরতি। গত পহেলা আগস্ট থেকে অস্ত্রবিরতি শুরু হলেও কয়েকদিনের মধ্যে তা ভেঙে যায়।