মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

172

চট্টগ্রাম, ১১ সেপ্টেম্বর, ২০১৯ (বাসস) : চট্টগ্রামের মিরসরাইয়ে কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত হয়েছেন দুইজন।
মঙ্গলবার দিবাগত রাত ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনের মিরসরাই উপজেলার জামালের দোকান এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন ৭ জন।
নিহতরা হলেন,মিরসরাই সদর ইউনিয়নের মান্দার বাড়ীয়া এলাকার সোলেমান কোম্পানি বাড়ির দেলোয়ার হোসেনের ছেলে স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মো. আলা উদ্দিন (৬০) ও একই গ্রামের দৌলত ভূঁইয়া বাড়ির ডিপটি হোসেনের ছেলে মিরসরাই উপজেলা ছাত্রলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোশাররফ হোসেন মিলন (৩০)।
রাস্তার পাশে দাঁড়িয়ে যাত্রী উঠানামার সময় পেছন থেকে লেগুনাটিকে ধাক্কা দেয় দ্রুতগামী কাভার্ডভ্যান।
স্থানীয় সুত্র জানায়, রাত ১০টার দিকে যাত্রীবাহী সেইফ লাইন নামে একটি লেগুনা মহাসড়কের জামালের দোকান এলাকায় যাত্রী উঠানামার সময় পিছন থেকে দ্রুতগামী কাভার্ডভ্যান ধাক্কা দেয়। এতে সেইফ লাইনটি সড়কের পাশে খাদে গিয়ে পড়ে।
মিরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ষ্টেশন কর্মকর্তা তানভীর আহাম্মেদ জানান, আহতদের স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আলাউদ্দিনকে মৃত ঘোষণা করে। পরে চট্টগ্রাম মেডেক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে মিলন নামে আরও একজন মারা যায়।