রকেট হামলায় নেতানিয়াহুর সমাবেশ ব্যাহত হওয়ার পর গাজায় ইসরাইলের বিমান হামলা

298

জেরুজালেম, ১১ সেপ্টেম্বর, ২০১৯ (বাসস ডেস্ক): গাজায় হামাসের অবস্থান লক্ষ্য করে ইসরাইল বিমান হামলা চালিয়েছে। সীমান্ত বরাবর রকেট হামলার জবাবে তারা এ বিমান হামলা চালায়। সেখানে রকেট হামলার কারণে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নির্বাচনী সমাবেশ সংক্ষিপ্ত করা হয়। বুধবার সামরিক বাহিনী একথা জানায়। খবর এএফপি’র।
সরকারি টেলিভিশনে পরিবেশিত খবরে বলা হয়, মঙ্গলবার দক্ষিণাঞ্চলীয় আশদদ নগরীতে রকেট হামলার সংকেত বাজানোর পরপরই নেতানিয়াহু তাড়াহুড়া করে মঞ্চ থেকে নেমে যান।
পুন:নির্বাচিত হতে পারলে প্রধানমন্ত্রী অধিকৃত পশ্চিম তীরের জর্ডান উপত্যকা সম্প্রসারণের প্রতিশ্রুতি ব্যক্ত করার মাত্র কয়েক ঘণ্টা পর এ রকেট হামলা চালানো হয়।
সামরিক বাহিনী জানায়, গাজা উপত্যকার উত্তর ও মধ্যাঞ্চলে সন্ত্রাসীদের ১৫টি অবস্থান লক্ষ্য করে ইসরাইলি বিমান হামলা চালানো হয়। এসব অবস্থানের মধ্যে অস্ত্র কারাখানা, হামলার সুড়ঙ্গ পথ ও নৌ অবস্থান রয়েছে।
তারা আরো জানায়, গাজা উপত্যকা থেকে চালানো যেকোন হামলার জবাবে হামাসের বিরুদ্ধে তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
২০০৭ সালের যুদ্ধে প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের অনুগত বাহিনীকে উৎখাত করার পর থেকে হামাসের জঙ্গিরা কার্যত গাজা শাসন করে আসছে।