বাসস দেশ-৪ : যে কোন গবেষণা কর্ম হতে হবে সুগভীর ও বিশ্বাসযোগ্য : অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া

112

বাসস দেশ-৪
বিএসএমএমইউ-থিসিস গ্র্যান্ট
যে কোন গবেষণা কর্ম হতে হবে সুগভীর ও বিশ্বাসযোগ্য : অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া
ঢাকা, ৭ সেপ্টেম্বর, ২০১৯ (বাসস) : বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া বলেছেন, যে কোন গবেষণা কর্ম হতে হবে সুগভীর ও বিশ্বাসযোগ্য।
তিনি বলেন, রোগীদের কল্যাণ ও প্রকৃত জ্ঞান অর্জনের জন্যই যথাযথ পদ্ধতি অনুসরণের মধ্যদিয়ে সততা ও আন্তরিকতার সাথে গবেষণা কাজ চালাতে হবে ।
তিনি বলেন,‘বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে বিশ্বমানের জার্নালে গবেষণা কর্ম প্রকাশের সবগুলো ধাপ ও প্রক্রিয়া সুন্দরভাবে শিখতে হবে ও জানতে হবে। গবেষণার কাজটিও সুন্দরভাবে সম্পন্ন করতে হবে। গবেষণা কর্ম হতে হবে ইনডেপথ ও বিশ্বাসযোগ্য। যা রোগী ও মানুষের কল্যাণে যেমন কাজে লাগবে তেমন-ই নিজের জ্ঞান ভান্ডারকেও সমৃদ্ধ করবে। কারণ শিক্ষার্থীরা যদি সত্যিকার অর্থেই কিছু না শিখে যায় তবে শিক্ষকের কষ্ট লাগে।’
অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া আজ শনিবার সকালে বিএসএমএমইউ’র শহীদ ডা. মিলন হলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের এমডি, এমএস, এমপিএইচ কোর্সে মনোনীত রেসিডেন্ট ও ছাত্রছাত্রীদের গবেষণার জন্য থিসিস গ্র্যান্ট প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
এ বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ শহীদুল্লাহ সিকদারের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. সাহানা আখতার রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মুহাম্মদ রফিকুল আলম ও কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন রেজিস্ট্রার অধ্যাপক ডা. এ বি এম আব্দুল হান্নান।
ডীনবৃন্দ, কোর্স ডাইরেক্টর, বিভাগীয় চেয়ারম্যানবৃন্দ, রেসিডেন্ট ও ছাত্রছাত্রীদের গ্র্যান্ট প্রদান সংক্রান্ত কমিটির সদস্যরা এবং মনোনীত রেসিডেন্ট ও ছাত্রছাত্রীবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের গবেষণা ফান্ড থেকে এই থিসিস গ্র্যান্ট প্রদান করা হয়। এ বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের ৬২ জন, সর্জারি অনুষদের ৯২ জন, শিশু অনুষদের ২৭, বেসিক সায়েন্স ও প্যারা ক্লিনিক্যাল সায়েন্স অনুষদের ৪৬ জন, প্রিভেনটিভ এন্ড সোস্যাল মেডিসিন অনুষদের ১৪ জন এবং ডেন্টাল অনুষদের ২২ জনসহ ৬টি অনুষদের মোট ২৬৩ জন মনোনীত রেসিডেন্ট ও ছাত্রছাত্রীদের এই থিসিস গ্রান্ট প্রদান করা হয়।
বাসস/সবি/জেডআরএম/১৫৩০/এমএবি