সিলেটে ই-নামজারি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

443

সিলেট, ৫ সেপ্টেম্বর, ২০১৯ (বাসস) : ডিজিটাল বাংলাদেশ গঠনের অংশ হিসেবে ভূমি নামজারিতে অনলাইনভিত্তিক নামজারি ব্যবস্থা চালুর লক্ষ্যে জেলায় আজ ই-নামজারি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের কনফারেন্স হলে এ কর্মশালার উদ্বোধন করেন সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম।
কর্মশালায় স্থানীয় সরকারের উপপরিচালক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ নাছির উল্লাহ খান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শারমিন সুলতানা, সহকারী কমিশনার (ভূমি) সিলেট সদর সুমন্ত ব্যানার্জি, সহকারী কমিশনার (ভূমি) বিশ্বনাথ, ফাতেমা তুজ জোহরা, জেলা প্রশাসনের আরডিসি উম্মে সালিক রুমাইয়া, এনডিসি মো. এরশাদ মিয়া, ভূমি অধিগ্রহণ কর্মকর্তা আশরাফুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।