চারশ’ উইকেট শিকারের মাইল ফলক স্পর্শ করলেন ব্রড

426

অকল্যান্ড, ২২ মার্চ, ২০১৮ (বাসস/এএফপি) : ইংল্যান্ডের দ্বিতীয় বোলার হিসেবে টেস্ট ক্রিকেটে চারশ’ উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করলেন পেসার স্টুয়ার্ট ব্রড। অকল্যান্ডে নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান প্রথম টেস্টের প্রথম দিনে আজ টম লাথামের উইকেট শিকার করে এ মাইলফলক স্পর্শ করেন তিনি।
দিবা-রাত্রির এ টেস্টে সান্ধ্যকালীন বিরতির পর প্রথম ওভারেই ৩১ বছর বয়সী ব্রডের বলে মিড উইকেটে ক্রিস ওকসের হাতে ক্যাচ দিয়ে আউট হন লাথাম।
প্রথমে ব্যাট করতে নেমে ইংল্যান্ড মাত্র ৫৮রানে গুটিয়ে যাওয়ার পর লাথামের উইকেট হারিয়ে নিউজিল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় ৯২/২।
৩৯৯ উইকেট নিয়ে নিজের ১১৫তম টেস্ট খেলতে নামেন ব্রড। আজ ২৬ রান করা লাথামকে আউট করার মাধ্যমে ক্যারিয়ারে চারশ’ উইকেট পূর্ণ করলেন এ ইংল্যান্ড পেসার।
টেস্ট ক্রিকেটে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারী জেমস এন্ডারসন। ১৩৪ টেস্টে তার মোট উইকেট ৫২২।
লংগার ভার্সনে সর্বোচ্চ উইকেট শিকারের তালিকায় পঞ্চদশ স্থানে নাম লেখালেন ব্রড। সবার উপরে রয়েছে শ্রীলংকার মুত্তিয়া মুরলিধরন।
টেস্ট ক্রিকেটে শীর্ষ পাঁচ উইকেট শিকারী :
মুত্তিয়া মুরলিধরন (শ্রীলংকা) ৮০০ উইকেট
শেন ওয়ার্ন (অস্ট্রেলিয়া) ৭০৮ উইকেট
অনিল কুম্বলে (ভারত) ৬১৯ উইকেট
গ্লেন ম্যাকগ্রা (অস্ট্রেরিয়া) ৫৬৩ উইকেট
জেমস এন্ডারসন (ইংল্যান্ড) ৫২২ উইকেট।