বাজিস-২ : পরিস্কার পরিচ্ছন্নতা ডেঙ্গু থেকে রক্ষা পাওয়ার একমাত্র উপায়

244

বাজিস-২
জয়পুরহাট- ডেঙ্গু থেকে রক্ষা
পরিস্কার পরিচ্ছন্নতা ডেঙ্গু থেকে রক্ষা পাওয়ার একমাত্র উপায়
জয়পুরহাট, ৫ সেপ্টেম্বর, ২০১৯ (বাসস) : বিদ্যালয় পর্যায়ে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করে বক্তারা বলেন, পরিস্কার পরিচ্ছন্নতা ডেঙ্গু থেকে রক্ষা পাওয়ার একমাত্র উপায়। সদরের ভাদসা উচ্চ বিদ্যালয়ে বৃহষ্পতিবার ওই কর্মসূচীর উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাকির হোসেন।
শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ” স্লোগানকে সামনে রেখে জেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে পরিস্কার পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। এর ধারাবাহিকতায় বৃহষ্পতিবার সদরের ভাদসা উচ্চ বিদ্যালয়ে পরিস্কার পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাকির হোসেন। ভাদসা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তৈয়ব অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন চন্দ্র রায়, মাধ্যমিক শিক্ষা অফিসার দীপক কুমার বনিক, ভাদসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরোয়ার হোসেন স্বাধীন, ও সদর উপজেলা স্কাউট সম্পাদক হাসানুজ্জামান । অনুষ্ঠানের প্রধান অতিথী জেলা প্রশাসক মোহাম্ম্দ জাকির হোসেন বলেন, জেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ( প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে) ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানের কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মাধ্যমিক শিক্ষা অফিস সার্বিক তত্বাবধানে ওই অভিযান চালানো হচ্ছে বলেও জানান তিনি।
বাসস/সংবাদদাতা/১০-৩১/নূসী