কানাডায় রোহিঙ্গা বিষয়ক আলোকচিত্র প্রদর্শনী

598

কানাডা, ২ সেপ্টেম্বর, ২০১৯ (বাসস) : রোহিঙ্গাদের স্বদেশ প্রত্যাবর্তনের দাবিতে কানাডায় ফটো সাংবাদিক ফোজিত শেখ বাবুর গ্রুপ আলোকচিত্র প্রদর্শনী হয়েছে।
রোববার স্থানীয় সময় দুপুর ১২টায় ফিতা কেটে প্রদর্শনীর উদ্বোধন করেন ভাষা সৈনিক শামসুল হুদা। এ সময় আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইঞ্জিনিয়ার সৈয়দ আব্দুল গফফার। তিনি রোহিঙ্গা প্রত্যাবাসনে কানাডা, আমেরিকা, চীন, রাশিয়াসহ উন্নত দেশগুলোকে বাংলাদেশের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন, কানাডা ইমিগ্রেশন, রিফিউজি ও নাগরিকত্ব মন্ত্রী আহমদ ডি হোসেইন। তিনি বলেন, বাংলাদেশে রোহিঙ্গাদের মায়ানমারে প্রত্যাবাসনে কানাডার সরকার বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে।
প্রদর্শিত ছবিতে রোহিঙ্গাদের দুঃখ-দুর্দশার চিত্র তুলে ধরেন বাবু।