বাসস দেশ-২৩ : রংপুরের এরশাদের চেহলাম ও দোয়া অনুষ্ঠিত

198

বাসস দেশ-২৩
এরশাদ-চেহলাম-রংপুর
রংপুরের এরশাদের চেহলাম ও দোয়া অনুষ্ঠিত
রংপুর, ৩১ আগস্ট, ২০১৯ (বাসস) : রংপুর মহানগর ও সদর উপজেলার মোট ১৭টি স্থানে আজ সাবেক রাষ্ট্রপতি, জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক সেনাপ্রধান মরহুম আলহাজ্ব হুসেইন মুহম্মদ এরশাদের রুহের মাগফিরাত কামনা উপলক্ষে পৃথকভাবে দোয়া ও চেহলাম অনুষ্ঠিত হয়।
আজ শনিবার বাদ জোহর রংপুর মহানগরীর দর্শনাস্থ পল্লী নিবাসে প্রয়াত এরশাদের কবর জিয়ারতকালে জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা বেগম রওশন এরশাদ এমপি, ফাতিহা পাঠ শেষে আবেগাপ্লুত হয়ে রুহের মাগফেরাত করেন।
পরে সেখানে চেহলাম উপলক্ষে প্রধান দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় এরশাদের ছেলে সাদ এরশাদ, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আনিছুল ইসলাম মাহমুদ এমপি, জিয়াউদ্দিন বাবলু এমপি, মহাসচিব মশিউর রহমান রাঙ্গা এমপি, সেলিম ওসমান এমপি, লিয়াকত আলী খোকা এমপি, রংপুর সিটি মেয়র, প্রেসিডিয়াম সদস্য মহানগর জাতীয় পার্টির সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফা ও সাধারণ সম্পাদক এসএম ইয়াসিরসহ কেন্দ্রীয়, জেলা ও মহানগর জাতীয় পার্টি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এছাড়াও, বাদ জোহর রংপুর মহানগরীর ১, ২, ৩ নং ওয়ার্ড এর জন্য উত্তম উচ্চ বিদ্যালয় প্রাঙ্গন, ৪, ৫, ৬ নং ওয়ার্ড এর জন্য খটখটিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ, ৭, ৮, ৯ নং ওয়ার্ড এর জন্য মহব্বতখা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গন, ১০, ১১, ১২ নং ওয়ার্ড এর জন্য কেরানিরহাট স্কুল ও কলেজ প্রাঙ্গন, ১৩, ১৪, ১৫ নং ওয়ার্ড এর জন্য বড়বাড়ী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গন, ১৬, ১৭, ১৮ নং ওয়ার্ড এর জন্য লালকুঠি উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গন, ২০, ২১, ২২ নং ওয়ার্ড এর জন্য মুলাটোল আলিয়া মাদ্রাসা প্রাঙ্গন, ২৩, ২৪, ২৫ নং ওয়ার্ড এর জন্য নিউজুম্মাপাড়া প্রাইমারী স্কুল প্রাঙ্গন, ২৪, ২৫, ২৭ নং ওয়ার্ড এর জন্য রবাটসনগঞ্জ স্কুল এন্ড কলেজ প্রাঙ্গন, ২৮ ,২৯, ৩০ নং ওয়ার্ড এর জন্য মাহিগঞ্জ বালিকা বিদ্যালয় প্রাঙ্গন ও ৩১, ৩২, ৩৩ নং ওয়ার্ড এর জন্য তালুক তামপাট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গন একই সময়ে চেহলাম ও দোয়া অনুষ্ঠিত হয়।
রংপুর মহানগর সংলগ্ন রংপুর সদর উপজেলার পাঁচটি ইউনিয়নের মধ্যে সদ্যপুস্করিনী ইউনিয়নের পালিচড়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গন, চন্দনপাট ইউনিয়নের সাহাবাজপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গন, মমিনপুর ইউনিয়নের মমিনপুরহাট দাখিল মাদ্রাসা প্রাঙ্গন, হরিদেবপুর ইউনিয়নের পাগলাপীর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গন ও খলেয়া ইউনিয়নের গঞ্জিপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে মরহুমের চেহলাম ও দোয়া অনুষ্ঠিত হয়।
নির্ধারিত স্থানে আয়োজিত চেহলাম ও দোয়া অনুষ্ঠানে জাতীয় পার্টি ও অংগ সংগঠনের হাজার হাজার নেতা-কর্মী ও সমর্থকসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহন করেন।
এছাড়াও, রংপুর বিভাগের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে পৃথক ভাবে চেহলাম ও দোয়া অনুষ্ঠিত হয়।
বাসস/এমআই/১৯৫২/-আসচৌ