বাসস দেশ-১৪ : ভারতের মহারাষ্ট্রে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১৩

166

বাসস দেশ-১৪
ভারত-বিস্ফোরণ-সিলিন্ডার
ভারতের মহারাষ্ট্রে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১৩
নয়া দিল্লী, ৩১ আগস্ট, ২০১৯ (বাসস) : ভারতের মহারাষ্ট্রের ধুলে জেলায় একটি রাসায়নিক কারখানায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ১৩ জন নিহত এবং অপর ৫৮ জন আহত হয়েছে।
পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা পিটিআই এর সংবাদে জানানো হয় আজ সকাল পৌঁনে ১০ টায় একটি ব্যারেলের ফুটো দিয়ে রাসায়নিক নির্গত হয়ে বড় বিস্ফোরণ ঘটে।
এ সময় কারখানায় কমপক্ষে ১ শ’ শ্রমিক ছিল। আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে উদ্ধার কাজ এখনও চলছে বলে সংবাদে জানানো হয়।
দমকল, পুলিশ, রাজ্যের দুর্যোগ তৎপরতা বাহিনী সমন্বিতভাবে উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে। বিকট শব্দে বিস্ফোরণ হলে আশেপাশের মানুষ আতঙ্কিত হয়ে বাসাবাড়ি থেকে বের হয়ে আসে।
মহারষ্ট্রের মুখ্য মন্ত্রী দেবেন্দ্র ফাদনাভিস এ ঘটনায় গভীর শোক জানিয়েছেন এবং নিহতদের প্রতি পরিবারকে পাঁচ লাখ টাকা সহায়তা প্রদানের ঘোষণা দিয়েছেন।
রুমিট ক্যামসেন্ট প্রা.লি. নামের প্রতিষ্ঠানটি ওষুধ তৈরির রাসায়নিক উৎপাদন করত।
সংবাদে জানানো হয়, কারখানাটিতে নাইট্রোজেন গ্যাসের সিলিন্ডার এবং রাসায়নিক পদার্থের ব্যারেল বিস্ফোরণের তীব্রতা বাড়িয়ে দিয়েছে।
প্রাথমিকভাবে পুলিশ বয়লার বিস্ফোরণের সন্দেহ করলেও সেটা অক্ষত পাওয়া যায়।
আহতদের উদ্ধার করে ধুলি ষিফিল হাসপাতাল এবং শেরপুর কটেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
বিস্ফোরণ স্থলে স্থানীয় পুলিশ সদস্যদের সঙ্গে দাঙ্গা দমন পুলিশের একটি দল নিয়োজিত করা হয়েছে।
বাসস/এআইএম/এসই/১৮১০/আরজি