বাসস দেশ-২৩ : বঙ্গবন্ধু অসাম্প্রদায়িক ও শান্তিপ্রিয় বাংলাদেশ গঠনে জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন

486

বাসস দেশ-২৩
বঙ্গবন্ধু-শ্রদ্ধা-আলোচনা
বঙ্গবন্ধু অসাম্প্রদায়িক ও শান্তিপ্রিয় বাংলাদেশ গঠনে জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন
ঢাকা, ৩০ আগস্ট, ২০১৯ (বাসস): জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় বক্তারা বলেছেন, অসাম্প্রদায়িক ও শান্তিপ্রিয় বাংলাদেশ গঠনে বঙ্গবন্ধু জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন বলেই একাত্তরের পরাজিত দেশী-বিদেশী শক্তি বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছিল।
আজ বিকেলে জাতীয় প্রেসক্লাবে এশিয়ান বুড্ডিস্ট কনফারেন্স ফর পিস (এবিসিপি) বাংলাদেশ ন্যাশনাল সেন্টার এ আলোচনা সভার আয়োজন করে।
বাংলাদেশ সংবাদ সংস্থার সাবেক প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক ডি. পি. বড়–য়ার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সংগঠনের কার্যকরী সভাপতি হীরা লাল বড়–য়া, সহ-সভাপতি গৌতম অরিন্দম বড়–য়া, সাংবাদিক আতাউর রহমান, মুক্তিযোদ্ধা ফেরদৌস হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, ৭৫ এর খুনিরা ২০০৪ সালের ২১ আগস্ট ওই খুনিচক্র বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছিল। কিন্তু তারা সফল হয়নি।
সভায় বক্তারা বলেন, ’৭৫-এর ১৫ আগস্ট বঙ্গবন্ধু হত্যা ও ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলায় জড়িত সকল ষড়যন্ত্রকারীকে বিচারের আওতায় আনতে হবে। বিদেশে পলাতক বঙ্গবন্ধুর খুনিদের দ্রুত দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করে বঙ্গবন্ধুর রক্তের ঋণ শোধ করতে হবে।
বাসস/সবি/এমএআর/২২১০/-এইচএন