বাসস দেশ-৩৫ (প্রথম কিস্তি) : রোহিঙ্গা সংকট নিরসনে মিয়ানমারের ওপর চাপ বাড়াতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পররাষ্ট্রমন্ত্রীর আহবান

530

বাসস দেশ-৩৫ (প্রথম কিস্তি)
মোমেন-রোহিঙ্গা
রোহিঙ্গা সংকট নিরসনে মিয়ানমারের ওপর চাপ বাড়াতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পররাষ্ট্রমন্ত্রীর আহবান
ঢাকা, ২৯ আগস্ট, ২০১৯ (বাসস) : পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন রোহিঙ্গা সংকট নিরসনে আরো জোরালো ভূমিকা রাখতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহবান জানিয়ে বলেছেন, মিয়ানমার এখনো দোষারোপের খেলা খেলছে এবং বিভান্তিকর তথ্য দিয়ে ও প্রকৃত ঘটনা আড়াল করে আন্তর্জাতিক সম্প্রদায়কে বিভ্রান্ত করছে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, মিয়ানমার নিজস্ব দায়িত্ব পালনের পরিবর্তে অব্যাহতভাবে দোষারোপের খেলা খেলছে এবং মিথ্যা তথ্য দিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে বিভ্রান্ত করছে এবং প্রকৃত ঘটনার আড়াল করছে। তিনি আজ নগরীর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ঢাকা ভিত্তিক কূটনীতিক ও আন্তর্জাতিক সংস্থাসমূহের প্রতিনিধিদের ব্রিফকালে এ কথা বলেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম শাহরিয়ার আলম এবং পররাষ্ট্র সচিব এ শহিদুল হক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
পররাষ্ট্রমন্ত্রী মোমেন বলেন, মিয়ানমার সরকার দায়িত্ব পালনে সম্পূর্ণ ব্যর্থ হওয়ায় রোহিঙ্গারা দেশে ফিরে যেতে নিরুৎসাহিত হচ্ছে। তিনি সমস্যার একটি গ্রহনযোগ্য সমাধানের জন্য মিয়ানমার সরকারের দায়িত্ব ও প্রতিশ্রুতি বাস্তবায়নের আহবান জানান।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের দেশে ফিরে যাওয়ার পরিবেশ সৃষ্টি এবং প্রত্যাবাসন প্রক্রিয়া পর্যবেক্ষণে আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্পৃক্ততাকে গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে। তিনি রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় বাংলাদেশের বিরুদ্ধে মিয়ানমারের অসহযোগিতার অভিযোগকে ভিত্তিহীন, উদ্দেশ্য প্রণোদিত এবং অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেন।
তিনি বলেন, বাংলাদেশ সরকার যে কোন সময়ে মিয়ানমারে ফিরে যেতে কাউকে বাধা না দেয়ার নীতিগত অবস্থানে অটল আছে। তিনি বলেন, বাংলাদেশ সরকার সব সময়ে কারো স্বেচ্ছায় ফিরে যাওয়ার ব্যাপারে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা প্রদানে প্রস্তুত রয়েছে। তিনি আরো বলেন, রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরে যেতে বাংলাদেশের আন্তরিকতা নিয়ে প্রশ্ন তোলার কোন সুযোগ নেই।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, মিয়ানমার আন্তর্জাতিক প্রচার মাধ্যম এবং জাতিসংঘ সংস্থাকে অনুমতি দেওয়ায় জাতীয় ও আন্তর্জাতিক প্রচার মাধ্যমগুলো প্রতিদিনের ঘটনা পযর্বেক্ষণ করছে এবং বাংলাদেশও দেশ ছেড়ে পালিয়ে আসা রোহিঙ্গাদের গ্রহণে মিয়ানমারের সদিচ্ছার বিষযটি মনিটর করছে।
তিনি বলেন, মিয়ানমারের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দলের সঙ্গে অনুষ্ঠিত সাম্প্রতিক আলোচনায় দেশটির উত্তরাঞ্চলীয় রাখাইন রাজ্যে নিরাপত্তা নিশ্চিত এবং প্রত্যাবাসন প্রক্রিয়া পযর্বেক্ষনে আন্তর্জাতিক বেসামরিক পযর্বেক্ষক উপস্থিতির আহবান জানানো হয়। মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্থায়ী সেক্রেটারির নেতৃত্বে এ প্রতিনিধি দলটি গত ২৭-২৮ জুলাই বাংলাদেশ সফর করে।
পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, একটি গ্রহণযোগ্য সমাধানে পৌছুতে মিয়ানমার প্রতিনিধি সে দেশ থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের সাথে আলোচনা অব্যাহত রাখতে সম্মত হয়।
চলবে-বাসস/টিএএন/অনুবাদ-অমি/২২১৩/কেএমকে