টাঙ্গাইলে ‘বাংলাদেশের স্বাধীনতা ও বঙ্গবন্ধুর দর্শন’ শীর্ষক কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত

508

টাঙ্গাইল, ২৮ আগস্ট, ২০১৯ (বাসস) : ‘জাতির জনক বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীর পুনঃপাঠদান’ কর্মসূচির আওতায় আজ ‘বাংলাদেশের স্বাধীনতা ও বঙ্গবন্ধুর দর্শন’ শীর্ষক কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকালে টাঙ্গাইল কালেক্টরেট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শহীদুল ইসলাম।
কলেজের অধ্যক্ষ আব্দুল বাসেত মিঞার সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জামিলুর রহমান মিরন।
বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সেলিম আহমদ, জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি এম.এ. রকিব শামীম, প্রচার সম্পাদক মো. আলমগীর হোসেন তালুকদার প্রমুখ।
অনুষ্ঠানে কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার হিসেবে বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিতরণ করেন অতিথিবৃন্দ।
এ সময় আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।