ঢাবি উপাচার্যের সঙ্গে বেলজিয়ামের অধ্যাপকের সাক্ষাৎ

295

ঢাকা, ২৭ আগস্ট, ২০১৯ (বাসস) : বেলজিয়ামের ঘেন্ট বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. পিটার বোসিয়ার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
আজ তার কার্যালয়ে বৈঠককালে উপাচার্য শিক্ষা ও গবেষণার মান উন্নয়নের লক্ষ্যে বিশ্বের বিভিন্ন খ্যাতিমান বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক সম্পর্ক গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় তারা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বেলজিয়ামের ঘেন্ট বিশ্ববিদ্যালয়ের মধ্যে জলজ উদ্ভিদ ও মৎস্যবিজ্ঞান বিষয়ে চলমান যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম জোরদার করার ব্যাপারে আলোচনা করেন।
এর আগে,অধ্যাপক ড. পিটার বোসিয়ার মৎস্যবিজ্ঞান বিভাগে ‘মাইক্রোবিয়াল কমিউনিটি ম্যানেজমেন্ট ইন অ্যাকুয়াকালচার’ এবং ‘হেলথ ম্যান্জেমেন্ট ইন অ্যাকুয়াকালচার’- শীর্ষক পৃথক দু’টি বক্তৃতা প্রদান করেন।
সাক্ষাৎকালে মৎস্য বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. গোলাম রব্বানী,অধ্যাপক ড. মো. গোলাম মোস্তফা, অধ্যাপক ড. মো. রোকনুজ্জামান ও সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ শামসুর রহমান উপস্থিত ছিলেন।