বাঙালি সত্ত্বার শ্রেষ্ঠ প্রতিনিধি ছিলেন বঙ্গবন্ধু : জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্য

326

ঢাকা, ২৭ আগস্ট, ২০১৯ (বাসস) : বঙ্গবন্ধু ছিলেন বাঙালি সত্ত্বার শ্রেষ্ঠ প্রতিনিধি। বাংলা ও বাঙালির মুক্তির প্রশ্নে তিনি নিজেকে এমনভাবে উৎসর্গ করেছিলেন,যা আর কারো ক্ষেত্রে দেখা যায়নি।
আজ বাংলাদেশ এশিয়াটিক সোসাইটিতে‘বঙ্গবন্ধু মেমোরিয়াল লেকচার ২০১৯’ অনুষ্ঠানে ‘বঙ্গবন্ধুর বাঙালি সত্ত্বা’ শীর্ষক গবেষণা প্রবন্ধ উপস্থাপনকালে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ এ কথা বলেন।
তিনি বলেন, বঙ্গবন্ধু চিন্তা-চেতনা, গঠনে, মননে, অনুভবে, আন্দোলন-সংগ্রামে ও লক্ষ্যে হয়েছেন বাঙালি সত্ত্বার দিশারী। তার হাত ধরেই ৭১’এর মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাঙালির হাজার বছরের স্বাধীনতার স্বপ্ন পূরণ হয়।
উপাচার্য বলেন,শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে প্রতিষ্ঠিত স্বাধীন বাংলাদেশ বাঙালির স্বতন্ত্র জাতিসত্ত্বার সর্বোচ্চ রাজনৈতিক রূপ।বঙ্গবন্ধু স্বাধীন বাঙালি জাতির জনক ও বাংলাদেশ রাষ্ট্রের স্থপতি। কিন্তু তাঁর এ অমর কীর্তি ও সৃষ্টির জন্য সর্বাগ্রে তাঁকে হতে হয়েছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির সহ-সভাপতি অধ্যাপক মেজবাহ-উস-সালেহীন।