কাবুলে সন্ত্রাসী হামলার নিন্দা ভারতের

411

নয়াদিল্লী, ২২ মার্চ, ২০১৮ (বাসস ডেস্ক): আফগান রাজধানী কাবুলে বুধবারের সন্ত্রাসী হামলার কঠোর নিন্দা জানিয়েছে ভারত। সেখানে ওই হামলায় কমপক্ষে ৩৩ জন নিহত হয়। খবর সিনহুয়ার।
এ সন্ত্রাসী হামলায় আরো ৬৫ জন আহত হয়েছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে কাবুলে চালানো একে পঞ্চম আত্মঘাতী বোমা হামলা হিসেবে অভিহিত করা হয়েছে।
পার্সী নববর্ষ ‘নওরোজ’ পালন করা শিয়া মুসলিম গ্রুপকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়।
নয়াদিল্লীর এক বিবৃতিতে বলা হয়, ‘বুধবার কাবুলে অমানবিক ও বর্বর সন্ত্রাসী হামলার ভারত কঠোর ভাষায় নিন্দা জানাচ্ছে।’
বিবৃতিতে আরো বলা হয়, ‘এটি কেবলমাত্র আফগান জনগণের ওপর হামলা নয়, তাদের পরিচয় ও সংস্কৃতির ওপরও হামলা।’
বাসস/এমএজেড/১২-২০/জুনা