বাসস ক্রীড়া-৯ : এলিট ক্লাবে লাবুশেন

259

বাসস ক্রীড়া-৯
ক্রিকেট-লাবুশেন
এলিট ক্লাবে লাবুশেন
হেডিংলি, ২৫ আগস্ট, ২০১৯ (বাসস) : হেডিংলিতে লমান টেস্টে দ্বিতীয় ইনিংসে ৮০ রান করে টেস্ট ক্রিকেটে অভিযাত ক্লাবের সদস্য বনে গেলেন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান মার্নাস লাবুশেন। দ্বিতীয় ইনিংসে ৮০ রান করার আগে প্রথম ইনিংসে তিনি করেন ৭৪ রান। পক্ষান্তরে স্বাগতিক ইংল্যান্ড প্রথম ইনিংসে গুটিয়ে যায় ৬৭ রানে। যার মাধ্যমে এক ইনিংসে ইংল্যান্ডের দলীয় রানের চেয়ে ব্যাট হাতে দুই ইনিংসেই বেশি রান করে অভিযাত ক্লাবের সদস্য হন লাবুশানে। পুরো বিশ্বে পঞ্চম এবং অস্ট্রেলিয়ার চতুর্থ খেলোয়াড় হিসেবে এ রেকর্ড গড়েন আন্তর্জাতিক ক্রিকেটে ‘কংকাসন সাব’ হিসেবে অভিষেক হওয়া লাবুশেন। এ রেকর্ড গড়া অস্ট্রেলিযার বাইরের একমাত্র খেলোযাড় বাংলাদেশ দলের সাবেক কোচ ওয়েস্ট ইন্ডিজের গর্ডন গ্রিনিজ। অন্য তিন অস্ট্রেলিয়ান হলেন- ডন ব্র্যাডম্যান, ম্যাথু হেইডেন ও জাস্টিন ল্যাঙ্গার।
অভিযাত এ ক্লাবের সদস্য তালিকা:
ডন ব্র্যাডম্যান (অস্ট্রেলিয়া) : ১৩২/১২৭ অপরাজিত, বিপক্ষ-ভারত ১২৫ রান, ভেন্যু-মেলবোর্ন, সাল-১৯৪৮।
গর্ডন গ্রিনিজ (ওয়েস্ট ইন্ডিজ) : ১৩৪/১০১, বিপক্ষ-ইংল্যান্ড ৭১ রান, ভেন্যু-ম্যানচেস্টার, সাল-১৯৭৬।
ম্যাথু হেইডেন (অস্ট্রেলিয়া) : ১৯৭/১০৩, বিপক্ষ-ইংল্যান্ড ৭৯ রান, ভেন্যু-ব্রিসবেন, সাল-২০০২।
জাস্টিন ল্যাঙ্গার (অস্ট্রেলিয়া) : ১৯১/৯৭, বিপক্ষ-পাকিস্তান ৭২ রান, ভেন্যু-পার্থ, সাল-২০০৪।
মার্নাস ল্যাবুশ্যাগনে (অস্ট্রেলিয়া) : ৭৪/৮০, বিপক্ষ-ইংল্যান্ড ৬৭, ভেন্যু-লিডস, সাল-২০১৯।
বাসস/এএমটি/২০১০/স্বব