কামিন্সের অনাকাংখিত রেকর্ড

161

অ্যান্টিগা, ২৫ আগস্ট, ২০১৯ (বাসস) : এক অনাকাংখিত রেকর্ডের মালিক হলেন ওয়েস্ট ইন্ডিজের মিগুয়েল কামিন্স। অ্যান্টিগা টেস্টে ভারতের বিপক্ষে প্রথম ইনিংসে ৯৫ মিনিট ক্রিজে থেকে ৪৫ বল মোকাবেলা করে শুন্য রানে আউট হয়ে এ অনাকাংখিত রেকর্ড গড়েছেন কামিন্স। যা টেস্ট ক্রিকেটের ইতিহাসে কোনও রান না করে খেলা দ্বিতীয় দীর্ঘতম ইনিংস।
প্রথম ইনিংসে ভারতের ২৯৭ রানের জবাবে ২২২ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয়দের ইনিংসের দশ নম্বরে ব্যাট হাতে নেমে ৪৫ বল খেলে শূণ্য রানে ভারতের বাঁ-হাতি স্পিনার রবীন্দ্র জাদেজার বলে আউট হন কামিন্স। ফলে রেকর্ড বইয়ে নাম উঠে কামিন্সের। কারণ টেস্ট ক্রিকেটের ইতিহাসে কোনও রান না করে খেলা এটি দ্বিতীয় দীর্ঘতম ইনিংস।
এই তালিকায় প্রথম স্থানে রয়েছেন নিউজিল্যান্ডের জিওফ অ্যালট। ১৯৯৯ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অকল্যান্ডে ১০১ মিনিট ক্রিজে থেকে শুন্য রানে প্যাভিলিয়নে ফিরেন তিনি।