বাসস দেশ-২৫ : এনডিসি কমান্ডেন্ট’র ইউএসআই হতে ফেলোশীপ অর্জন

285

বাসস দেশ-২৫
এনডিসি-ফেলোশীপ
এনডিসি কমান্ডেন্ট’র ইউএসআই হতে ফেলোশীপ অর্জন
ঢাকা, ২৫ আগস্ট ২০১৯ (বাসস) : ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি) এর কমান্ডেন্ট লেফটেন্যান্ট জেনারেল শেখ মামুন খালেদ সামরিক নেতৃত্ব শিক্ষা ও চর্চার ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য ভারতের ইউনাইটেড সার্ভিস ইনস্টিটিউট (ইউএসআই) হতে ফেলোশীপ অর্জন করেছেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ভারতের ইউনাইটেড সার্ভিস ইনস্টিটিউটের পরিচালক লেফটেন্যান্ট জেনারেল পি কে সিং (অব.) গত ১৯ আগস্ট জেনারেল মামুন খালেদকে এই ফেলোশীপ প্রদান করেন।
লেফটেন্যান্ট জেনারেল শেখ মামুন খালেদ প্রথম বাংলাদেশী হিসেবে ভারতের ইউনাইটেড সার্ভিস ইনস্টিটিউট হতে এ সম্মান অর্জন করেন।
উল্লেখ্য, ইউনাইটেড সার্ভিস ইনস্টিটিউট ১৮৭০ সালে প্রতিষ্ঠিত নয়াদিল্লী ভিত্তিক জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা বিষয়ক থিংকট্যাংক প্রতিষ্ঠান। প্রতিরক্ষা সেবার সকল বিষয়ে আগ্রহ ও জ্ঞানের উৎকর্ষ সাধনই এ প্রতিষ্ঠানের লক্ষ্য। এই প্রতিষ্ঠান জাতীয় নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে গবেষণা প্রতিষ্ঠান সমূহ পরিচালনা করে থাকে।
বাসস/আইএসপিআর/এমএমবি/১৯৩০/কেএআর