চীনের কুনমিং-এ অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ-চায়না ইয়ুথ ক্যাম্প

263

ঢাকা, ২৫ আগস্ট, ২০১৯ (বাসস) : চীনের কুনমিং-এ অনুষ্ঠিত হচ্ছে ‘বাংলাদেশ-চায়না ইয়ুথ ক্যাম্প ২০১৯’। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিভিন্ন বিভাগের ১৭ জন শিক্ষার্থী অংশ নিচ্ছেন।
ঢাবি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানিয়ে বলা হয়, ‘বাংলাদেশ-চায়না ইয়ুথ ক্যাম্প ২০১৯’ আজ রোববার ২৫ আগস্ট থেকে শুরু হয়ে চলবে আগামী ৬ সেপ্টেম্বর পর্যন্ত।
এতে বলা হয়, কুনমিং-এর উদ্দেশে ঢাকা ত্যাগের প্রাক্কালে তারা আজ রোববার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সাথে তার অফিসে সাক্ষাৎ করেন।
এই ক্যাম্পের মাধ্যমে দু’দেশের শিক্ষার্থীরা নিজ নিজ দেশের শিক্ষা, সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কে মতবিনিময় করবেন।