আগামীকাল থেকে শুরু হচ্ছে ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী’ পাঠের প্রতিযোগিতা

376

ঢাকা, ২৪ আগস্ট, ২০১৯ (বাসস) : জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আগামীকাল থেকে শুরু হচ্ছে ৫ দিনব্যাপী ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী’ পাঠের প্রতিযোগিতা। শিল্পকলা একাডেমীর জাতীয় চিত্রশালা প্লাজায় বঙ্গবন্ধু বিষয়ক প্রস্তক প্রদর্শনীর পাশাপাশি ঢাকা ও নারায়নগঞ্জের ৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ৫০জন শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশ নেবে।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালযের পৃষ্ঠপোষকতায় জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশনা সমিতি এবং বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সহযোগিতায় ২৫ থেকে ২৯ আগস্ট ‘বঙ্গবন্ধু বিষয়ক পুস্তক প্রদর্শনী ও পাঠ’ কর্মসূচির আয়োজন করা হয়।
জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক মিনার মনসুর জানান, আগামীকাল সকাল ১০টায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালযের ড. মো. আবু হেনা মোস্তফা কামাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করবেন।
শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আগামী ২৯ আগস্ট সমাপনী অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করবেন।