বাজিস-১০ : বান্দরবানের লামায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালকের উন্নয়ন প্রকল্প পরিদর্শন

151

বাজিস-১০
বান্দরবান- দুর্যোগ ব্যবস্থাপনা
বান্দরবানের লামায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালকের উন্নয়ন প্রকল্প পরিদর্শন
বান্দরবান, ২৪ আগস্ট, ২০১৯ (বাসস) : জেলার লামা উপজেলায় ‘দুর্যোগ সহনীয় ঘর নির্মাণ’ প্রকল্পসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. শাহাদৎ হোসেন।
আজ শনিবার দুপুরে তিনি লামা পৌরসভা ও লামা সদর ইউনিয়নের বেশ কয়েকটি উন্নয়ন কার্যক্রম সরেজমিন পরিদর্শন করেন।
এসময় লামা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নূর-এ-জান্নাত রুমি, সদর ইউপি চেয়ারম্যান মিন্টু কুমার সেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মজনুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে তিনি প্রকল্পের সংশ্লিষ্ট স্থানীয় জনপ্রতিনিধি, উপকারভোগী ও এলাকাবাসীর সাথে মতবিনিময় করেন।
সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিন্টু কুমার সেন জানান, দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহাদৎ হোসেন শনিবার নির্মাণাধীন দুর্যোগ সহনীয় ঘর, এইচবিবি রাস্তা, পিআইও ব্রিজ, কালভার্ট, আশ্রয়ণ প্রকল্প সহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প ঘুরে দেখেন এবং শেষে তিনি প্রকল্পের কাজের মান নিয়ে সন্তোষ প্রকাশ করেন।
লামা উপজেলা নির্বাহী অফিসার নূর-এ-জান্নাত রুমি বলেন, বিগত অর্থবছরে লামায় বরাদ্দপ্রাপ্ত ১৪টি দুর্যোগ সহনীয় ঘরের নির্মাণকাজ সফলভাবে শেষ হতে যাচ্ছে। শিগগিরই এসব ঘরের নির্মান কাজ শেষ হবে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বিগত ২০১৮-১৯ অর্থবছরে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর হতে বান্দরবান জেলার ৭টি উপজেলায় মোট ৪১৫টি দূর্যোগ সহনীয় বাসগৃহ নির্মাণে ১০ কোটি ৭২ লাখ ৯০ হাজার ৩৬৫ টাকা বরাদ্দ দেয়া হয়। এর মধ্যে লামায় বরাদ্দপ্রাপ্ত ১৪ টিসহ জেলায় ৮৪টি গৃহের নির্মাণ কাজ চলমান রয়েছে।
বাসস/সংবাদদাতা/১৯২৮/এমকে