ভারতের সাবেক অর্থমন্ত্রী অরুণ জেটলির পরোলোকগমন

278

নয়াদিল্লি, ২৪ আগস্ট, ২০১৯ (বাসস): ভারতের সাবেক অর্থমন্ত্রী ও ক্ষমতাসীন বিজেপি দলের প্রভাবশালী নেতা অরুণ জেটলি আজ দুপুরে পরোলোকগমন করেছেন। তার বয়স হয়েছিল ৬৬ বছর।
এআইআইএমএস-এর মিডিয়া প্রটোকল বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দীর্ঘ অসুস্থতার কারণে, গত ৯ আগস্ট তাকে তাকে নয়াদিল্লি অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স (এআইআইএমএস) হাসপাতালে ভর্তি করা হয়। আজ দুপুর ১২টা ৭ মিনিটে তিনি মারা যান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আমরা গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, ‘সাবেক অর্থমন্ত্রী শ্রী অরুণ জেটলি ২৪ আগস্ট ১২ টা ৭ মিনিটে পরলোকগমন করেছেন।’
তার শারিরীক অবস্থার অবনতি হলে তাকে এআইআইএমএস-এর ইনটেনসিভ কেয়ার ইউনিটে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল।
গত বছর মে মাসে কিডনি প্রতিস্থাপনের পর তার শারিরীক অবস্থার অবনতি হতে থাকে। ফেব্রুয়ারি মাসে চিকিৎসার জন্যে যুক্তরাষ্ট্রে অবস্থান করায় কেন্দ্রীয় বাজেটও পেশ করতে পারেননি জেটলি।
পেশাগত জীবনে একজন আইনজীবী অরুণ জেটলি পাঞ্জাবি পরিবারে জন্ম গ্রহন করেন। তিনি দিল্লির শ্রী রাম কলেজে অধ্যয়ন করেন। তার বাবাও ছিলেন ছিলেন একজন আইনজীবী। তিনি বিজেপির ছাত্র রাজনীতি সংশ্লিষ্ট অখিল ভারতীয় বিদ্যা পরিষদ (এবিভিপি)-এর একজন সদস্য ছিলেন।