নিউজিল্যান্ডের বিপক্ষে টি-২০ সিরিজে লংকার অধিনায়ক মালিঙ্গা

195

কলম্বো, ২৪ আগস্ট, ২০১৯ (বাসস/আইসিসি) : নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন তিন ম্যাচ টি-২০ সিরিজে শ্রীলংকা দলের নেতৃত্ব দেবেন সম্প্রতি ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নেয়া অভিজ্ঞ ফাস্ট বোলার লাসিথ মালিঙ্গা। আগামী ১ সেপ্টেম্বর পাল্লেকেলেতে শুরু হবে সংক্ষিপ্ত ভার্সনের এ সিরিজ।
নিজ মাঠে অনুষ্ঠেয় এ সিরিজের জন্য আজ ঘোষিত ১৫ সদস্যের দলে মালিঙ্গার সহকারী হিসেবে দায়িত্ব পালন করবেন বাঁ-হাতি ব্যাটসম্যান উইকেটরক্ষক নিরোশান ডিকবেলা। গত মার্চে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ টি-২০ সিরিজে হোয়াইটওয়াশ হওযার পর এই প্রথমবার সংক্ষিপ্ত ভার্সনে খেলতে নামছে লংকানরা।
ইংল্যান্ড বিশ্বকাপে নিজের প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরির পর বাংলাদেশের বিপক্ষে ম্যাচ জয়ী ৮২ রান করা আবিস্কা ফার্নান্দো সংক্ষিপ্ত ভার্সনে দলে জায়গা ধরে রেখেছেন।
১৫ সদস্যের দলে বাদ পড়া সবচেয়ে উল্লেখযোগ্য খেলোয়াড় সিনিয়র অলরাউন্ডার থিসারা পেরেরা। দক্ষিণ আফ্রিকা সফরে হোয়াইটওয়াশ হওয়া দল থেকে বাদ পড়েছেন অলরাউন্ডার এ্যাঞ্জেলো পেরেরা, ধরঞ্জয়া ডি সিলভা, প্রিয়মল পেরেরা, উইকেটরক্ষক ব্যাটসম্যান সাদিরা সামারাবিক্রমা এবং বোলার সুরঙ্গ লাকমাল, জেফেরে বন্দরসে, আসিথা ফার্নান্দো এবং কামিন্দু মেন্ডিজ।
সিরিজ শুরুর আগে শ্রীলংকা বোর্ড প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে একটি প্রস্তুতিমূলক টি-২০ ম্যাচ খেলবে নিউজিল্যান্ড।
দল : লাসিথ মালিঙ্গা (অধিনায়ক), নিরোশান ডিকবেলা, আবিস্কা ফার্নান্দো, কুসল জেনিথ পেরেরা, দানুশকা গুনাতিলকা, কুসল মেন্ডিজ, শেহান জয়সুরিয়া, দাসুন ,শানাকা, ওয়ানিন্দ্র হাসারাঙ্গা, আকিলা ধনঞ্জয়া, লক্ষন সান্দাকান, ইসুরু উদানা, কাসুন রাজিথা, লাহিরু কুমারা, লাহিরু মাদুশাঙ্কা।