তুরস্কের পার্লামেন্ট ও প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ শুরু

214

ইস্তাম্বুল, ২৪ জুন, ২০১৮ (বাসস ডেস্ক) : তুরস্কের আগাম প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচনে ভোট গ্রহণ রোববার শুরু হয়েছে। এটিকে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগানের জন্য অগ্নিপরীক্ষা হিসেবে দেখা হচ্ছে।
খবর বার্তা সংস্থা সিনহুয়া’র।
১৫ বছর ধরে ক্ষমতায় থাকা এরদোগানকে এবার কঠিন প্রতিদ্বন্দ্বিতার সম্মুখীন হতে হচ্ছে।
গ্রিনিচ মান সময় ০৫০০ টায় ভোট গ্রহণ শুরু হয়েছে এবং গ্রিনিচ মান সময় ১৪০০ টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে।
সন্ধ্যায় প্রাথমিক ফলাফল পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।
৫ কোটি ৬০ লাখ তুর্কি দেশব্যাপী তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।