চীনে বন্দী থাকার পর হংকংয়ে ফিরেছেন যুক্তরাজ্যের কনস্যুলেট কর্মী

229

হংকং, ২৪ আগস্ট, ২০১৯ (বাসস ডেস্ক): চীনে আটক থাকা ব্রিটেন কনস্যুলেটের এক কর্মী হংকংয়ে ফিরে গেছেন। শনিবার তার পরিবার একথা জানায়। খবর এএফপি’র।
গত ৮ আগস্ট পার্শ্ববর্তী শেনঝেন নগরী সফর করার পর সিমন চেং নিখোঁজ হন। পরে জানা যায়, তিনি পুলিশের প্রশাসনিক আটকাদেশে বন্দী রয়েছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে তার পরিবার জানায়, ‘সিমন হংকংয়ে ফিরে এসেছেন।’
তারা আরো জানায়, তিনি কিছুদিন বিশ্রামে থাকবেন।
সরকারি নিরাপত্তা আইন লঙ্ঘনের দায়ে শেনঝেনে সিমনকে পুলিশ হেফাজতে রাখা হয়েছিল বেইজিং এমন কথা নিশ্চিত করার আগে কয়েকদিন ধরে কোন ধরনের যোগাযোগ ছাড়া তিনি নিখোঁজ ছিলেন।
টুইটারে দেয়া এক বিবৃতিতে শেনঝেন পুলিশ জানায়, সরকারি নিরাপত্তা ব্যবস্থার ক্ষেত্রে চীনের আইন লঙ্ঘন করায় তাকে ১৫ দিনের শাস্তি দেয়া হয়েছিল।
পুলিশ জানায়, শাস্তির মেয়াদ শেষ হওয়ায় শনিবার সিমনকে মুক্তি দেয়া হয়।