আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ভিড়তে ব্যর্থ হয়েছে মানবীয় রোবটবাহী সয়ুজ মহাকাশযান

379

মস্কো, ২৪ আগস্ট, ২০১৯ (বাসস ডেস্ক): রাশিয়ার প্রথম মানবীয় রোবট বহন করা সয়ুজ মহাকাশযান শনিবার স্বয়ংক্রিয়ভাবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ভিড়তে ব্যর্থ হয়েছে। মস্কোর বার্তা সংস্থা একথা জানায়। খবর এএফপি’র।
বার্তা সংস্থা জানায়, প্রথম দফা ব্যর্থ হওয়ার পর মহাকাশযানটি ফের সেখানে ভিড়ার প্রচেষ্টা চালায়। গ্রিনিচ মান সময় ০৫৩০ টায় সয়ুজ যানটির মহাকাশ স্টেশনে সংযুক্ত হওয়ার কথা ছিল।
রাশিয়ার মহাকাশ সংস্থা রোসকোমস মহাকাশযানটির অবতরণের প্রচেষ্টা চালানোর দৃশ্য সরাসরি সম্প্রচার করছিল। এ সময় যানটিকে মহাকাশ স্টেশনের প্রায় একশ’ মিটার দূরে অবস্থান করতে দেখা যায়।