বাজিস-৪ : প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ ও সরকারের সাফল্য নিয়ে ঝালকাঠিতে মহিলা সমাবেশ অনুষ্ঠিত

307

বাজিস-৪
ঝালকাঠি-মহিলা সমাবেশ
প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ ও সরকারের সাফল্য নিয়ে ঝালকাঠিতে মহিলা সমাবেশ অনুষ্ঠিত
ঝালকাঠি, ২৩ আগস্ট, ২০১৯ (বাসস) : প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগ, বিভিন্ন ক্ষেত্রে সরকারের সাফল্যসমূহ, জেন্ডার সমতা এবং ডেঙ্গু, মাদক, সন্ত্রাস প্রতিরোধ বিষয়ে জেলার সদর উপজেলার কীর্ত্তিপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আজ মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
জেলা তথ্য অফিস গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে প্রচার কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় আজ শুক্রবার এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠির জেলা প্রশাসক মো. জোহর আলী।
জেলা তথ্য কর্মকর্তা মো. রিয়াদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নবেজ উদ্দিন সরকার, সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা সালেহা খাতুন, ইউপি চেয়ারম্যান আবদুস শুক্কুর মোল্লা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিমুল সুলতানা হেপি প্রমুখ।
সমাবেশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বাংলাদেশ বিষয়ক প্রমাণ্যচিত্র প্রদর্শিত হয়।
অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্ট ও একুশে আগস্টে নিহতদের বিদেহী আত্মার শান্তি কামনা করা হয়।
সমাবেশে শিক্ষক ও শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী-পেশা ও বয়সের প্রায় দুইশ নারী উপস্থিত ছিলেন।
বাসস/সংবাদদাতা/২১২৫/-এমকে