ভারত সফরে টি-২০ সিরিজে প্রোটিয়া দলের সহকারী ব্যাটিং কোচ ক্লুজনার

174

জোহানেসবার্গ, ২৩ আগস্ট, ২০১৯ (বাসস) : আাগমী মাসে ভারত সফরে তিন ম্যাচ টি-২০ সিরিজে দলের সহকারী ব্যাটিং কোচ হিসেবে শুক্রবার সাবেক অলরাউন্ডার ল্যান্স ক্লুজনারকে নিয়োগ দিয়েছে দক্ষিণ আফ্রিকা(সিএসএ)।
এ ছাড়াও সিএসএ সাবেক পেসার ভিন্সেন্ট বার্নসকে সহকারী বোলিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে। এনক এনকুয়ের প্রোটিয়াস ম্যানেজমেন্টে সহকারী ফিল্ডিং কোচ হিসেবে নিজের জায়াগা ধরে রেখেছেন জাস্টিন অনটং।
সিএসএ ভারপ্রাপ্ত ডিনেক্টর কোরি ফ্যান জিল এক বিবৃতিতে বলেন,‘ দলের নতুন অবকাঠামো হিসেবে টিম ডিরেক্টর এমন তিনজনকে তার সহকারী হিসেবে নিয়োগ দিয়েছেন যাদের ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং তিন বিভাগেই বিশেষ দক্ষতা রয়েছে।’
ঘরোয়া ক্রিকেটে ব্যস্ত থাকায় তিন ফর্মেটে সময় দিতে পারছেন না সাবেক তারকা অলরাউন্ডার ক্লুজনার।
‘এই মুহুর্তে তিন ফর্মেটে তাকে পাওয়া না যাওযায় সাবেক অলরাউন্ডার ল্যান্স ক্লুজনার কেবলমাত্র টি-২০ সিরিজে সহকারী ব্যাটিং কোচের দায়িত্ব পালন করবেন।’
প্রোটিয়াদের হয়ে দীর্ঘ ইতিহাস আছে বার্নসের। ২০০৩-২০১১ সাল পর্যন্ত তিনি প্রথমে বোলিং এবং এরপর সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন।
পক্ষান্তরে তিন পর্মেটেই দক্ষিণ আফ্রিকার প্রতিনিধিত্ব করেছেন অনটং। নতুন অবকাঠামোতে যাওযার আগে ওটিস গিবসনের অধীনে দক্ষিণ আফ্রিকার ফিল্ডিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।
বিবৃতিতে ভ্যান জিল আরো বলেন,‘ টিম ডিরেক্টর এনক এমন একজন ব্যাটিং কোচ খুঁজছেন- ভারতীয় কন্ডিশনে টেস্ট সিরিজের জন্য যার বিশাল অভিজ্ঞতা রয়েছে এবং খুব শিগগিরই এটা গোষনা করা হবে।’
বিভিন্ন টেকনিক্যাল স্টাফদের নামও ঘোষনা করেন ভ্যান জিল।
আগামী ১৫ সেপ্টেম্বর শুরু হওযা তিন ম্যাচের টি-২০ সিরিজ দিয়ে ভারত সফর শুরু করবে দক্ষিণ আফ্রিকা দল। এরপর দল দুটি তিন ম্যাচের টেস্ট সিরিজে মুখোমুখি হবে।