বিশ্বকাপে গোলের নয়া রেকর্ড

241

মস্কো (রাশিয়া), ২৪ জুন ২০১৮ (বাসস) : ফুটবল বিশ্বকাপ ইতিহাসে চলতি আসরে গোলের নতুন রেকর্ড সৃষ্টি করলো। বেলজিয়াম-তিউনিশিয়ার ম্যাচটি ছিলো বিশ্বকাপের ২৭তম ম্যাচ। আর ওই ম্যাচেই গোলের রেকর্ড স্পর্শ করলো বিশ্বকাপ। প্রত্যক ম্যাচেই অন্তত ১টি গোল হওয়ায় এবারের বিশ্বকাপে টানা ২৭ ম্যাচেই গোল হলো। যা এই বিশ্বকাপ গোলের নয়া রেকর্ড ।
বিশ্বকাপ ইতিহাসে এর আগে কেবল একবার ১৯৫৪ আসরে টানা ২৬ ম্যাচে অন্তত একটি গোল হয়েছিলো। এরপর ১৫টি বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছে। কোন বিশ্বকাপে টানা ২৬ বা ততোধিক ম্যাচে গোল হয়নি। কিন্তু এবারের আসরে টানা ২৭ ম্যাচে গোল হওয়ায় বিশ্বকাপ নতুন রেকর্ডের জন্ম দিলো।
টানা ২৭ ম্যাচের সংখ্যা আরও বাড়তে পারে, কারন এখনও বিশ্বকাপের অনেকগুলো ম্যাচ বাকী রয়েছে।