বাসস ক্রীড়া-৯ : আফগানিস্তানের শাহজাদ এক বছরের জন্য নিষিদ্ধ

133

বাসস ক্রীড়া-৯
ক্রিকেট-আফগানিস্তান
আফগানিস্তানের শাহজাদ এক বছরের জন্য নিষিদ্ধ
কাবুল, ১৯ আগস্ট, ২০১৯ (বাসস) : উইকেটরক্ষক ব্যাটসম্যান মোহাম্মদ শাহজাদকে সর্ব প্রকার ক্রিকেট থেকে এক বছরের জন্য নিষিদ্ধ করেছেন আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। এসিবির শৃংখলাজনিত নিয়ম ভঙ্গ করায় তাকে এক বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে বলে গতকাল বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে।
এর আগে আচরণ বিধি ভঙ্গের কারণে শাহজাদের চুক্তি ‘অনির্দিষ্টকালের জন্য’ স্থগিত করেছিল এসিবি। তবে গতকাল তার নিষিদ্ধাদেশের সময় এক বছর নির্দিষ্ট করা হয়।
এসিবি’র দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে,‘ শাহজাদ এর আগেও এসিবির নিয়ম-কানুন ভঙ্গের ন্যায় খেলোয়াড় আচরণ বিধি ভঙ্গ করেছে। এসিবি’র অনুমতি ছাড়াই বেশ কয়েকবার সে বিদেশ ভ্রমণ করেছে, যা এসিবি’র নিয়ম পরিপন্থী। ’
‘এসিবি নিজ দেশেই খেলোয়াড়দের ট্রেনিং ও অনুশীলনের জন্য পর্যাপ্ত সরঞ্জামের ব্যবস্থা করেছে এবং এ উদ্দেশ্যে আফগান খেলোয়াড়দের বিদেশে যাওযার প্রয়োজন নেই।’
২০১৯ বিশ্বকাপে মাত্র দুই ম্যাচ খেলার পরই পাকিস্তানের পেশোয়ার কেন্দ্রিক শাহজাদকে দেশে ফেরত পাঠিয়ে দিয়েছিল আফগানিস্তান টিম ম্যানেজমেন্ট।
বাসস/স্বব/১৯২৫/মোজা/এএমটি