বাসস ক্রীড়া-১৩ : নতুন আশায় অনুশীলনে মেসির আর্জেন্টিনা

338

বাসস ক্রীড়া-১৩
ফুটবল-বিশ্বকাপ-আর্জেন্টিনা-মেসি
নতুন আশায় অনুশীলনে মেসির আর্জেন্টিনা
ব্রানিস্টি (রাশিয়া), ২৩ জুন ২০১৮ (বাসস/এএফপি) : বিশ্বকাপের গ্রুপ পর্ব পেরিয়ে শেষ ষোলতে পৌঁছানোর নতুন আশা নিয়ে আজ অনুশীলন শুরু করেছে লিওনেল মেসির আর্জেন্টিনা।
গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে ক্রেয়েশিয়ার কাছে ৩-০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায়ের দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিল আর্জেন্টিনা। কিন্তু শুক্রবার ‘ডি’ গ্রুপের আরেক ম্যাচে নাইজেরিয়া ২-০ গোলে আইসল্যান্ডে হারিয়ে দিলে প্রাণ ফিরে পায় শিরোপা প্রত্যাশী দলটি।
এখন গ্রুপ ম্যাচে ক্রেয়েশিয়া যদি আইসল্যান্ডের কাছে হেরে না যায়, তাহলে নাইজেরিয়াকে হারাতে পারলেই গ্রুপ রানার্সআপ হিসেবে শেষ ষোলতে জায়গা খুঁজে পাবে ধুকতে থাকা লিওনেল মেসির দলটি।
সামান্য চোট পাওয়া গ্যাব্রিয়েল মার্সাডো, নিকোলাস ওটামেন্ডি এবং মিডফিল্ডার লুকাস বিগলিয়া এ সময় আলাদা ভাবে জিমে অনুশীলন করেছেন। ক্রেয়েশিয়ার বিপক্ষে ম্যাচে পায়ের গোঁড়ালিতে সামান্য আঘাত পেয়েছেন দুই ডিফেন্ডার মার্সাডো ও ওটামেন্ডি। তবে নাইজেরিয়ার বিপক্ষে ম্যাচের আগেই তারা ফিট হয়ে যাবেন বলে আশা করা হচ্ছে।
ক্রেয়েশিয়ার বিপক্ষে ম্যাচের তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন আর্জেন্টাইন কোচ জর্জ সাম্পাওলি। এমনকি ৫৮ বছর বয়সি ওই কোচ বরখাস্ত হতে পারেন বলেও গুজব ওঠে। যদিও শেষ পর্যন্ত দৃঢ়তার সঙ্গে গুজবটি প্রত্যাখ্যান করে আর্জেন্টাইন ফুটবল এসোসিয়েশন (এএফএ)।
১৯৫৮ সালের পর গ্রুপ পর্বে সবচেয়ে বড় হারের ঘটনায় একেবারেই নিশ্চুপ ছিলেন মেসি। পরের ম্যাচে বাদ পড়তে পারেন গোলরক্ষক উইলি কাবালেরো। ক্রেয়েশিয়াকে প্রথম গোলটি এক অর্থে তিনিই উপহার হিসেবে দিয়েছিলেন। পরিবর্তিত হিসেবে যুক্ত হতে পারেন রিভার প্লাতের গোল রক্ষক ফ্র্যাংকো আরমানি।
বাসস/এএফপি/এমএইচসি/১৮৪০/-স্বব