বাসস প্রধানমন্ত্রী-২ : উপন্যাসিক রিজিয়া রহমানের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

125

বাসস প্রধানমন্ত্রী-২
শেখ হাসিনা-শোক
উপন্যাসিক রিজিয়া রহমানের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
ঢাকা, ১৭ আগস্ট, ২০১৯ (বাসস) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশিষ্ট লেখক ও উপন্যাসিক রিজিয়া রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
এক শোক বার্তায় প্রধানমন্ত্রী বাংলা ভাষা ও সাহিত্যে রিজিয়া রহমানের বিশাল অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
তিনি বলেন, রিজিয়া রহমানের মৃত্যুতে দেশের সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনের জন্য অপূরণীয় ক্ষতি হয়েছে।
প্রধানমন্ত্রী মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
একুশে পদক প্রাপ্ত এই লেখক শুক্রবার সকালে এ্যাপোলো হসপিটালে ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৭৯ বছর।
১৯৩৯ সালের ২৮ ডিসেম্বর কলকাতার ভবানিপুরে রিজিয়া রহমানের জন্ম। তার লেখা উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে ‘বং থেকে বাংলা’(১৯৭৮),‘ঘর ভাঙ্গা ঘর’(১৯৭৪). ‘উত্তর পুরুষ’(১৯৭৭), ‘সূর্য সবুজ রক্ত’(১৯৮০), ‘একাল চিরকাল’(১৯৮৪), আত্মজীবনী ‘নদী নিরবধি’(২০১১) ইত্যাদি।
রিজিয়া রহমান একুশে পদক ছাড়াও বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, যশোর সাহিত্য পরিষদ পুরস্কার, বাংলাদেশ লেখিকা সংঘ স্বর্ণপদক এবং অনন্যা সাহিত্য পুরস্কারসহ আরো অনেক পুরস্কার পেয়েছেন।
বাসস/এসএইচ/অনুবাদ-এমএবি/১৪৫০/কেএআর/কেজিএ