বাসস দেশ-২১ : বঙ্গবন্ধু হত্যার নেপথ্যের ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করার জন্য কমিশন গঠনের আহ্বান

279

বাসস দেশ-২১
মেনন-বিবৃতি
বঙ্গবন্ধু হত্যার নেপথ্যের ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করার জন্য কমিশন গঠনের আহ্বান
ঢাকা, ১৪ আগস্ট, ২০১৯ (বাসস) : বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি ও সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এমপি বঙ্গবন্ধু হত্যা সাথে যুক্ত নেপথ্যের ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করার জন্য একটি উচ্চ পর্যায়ে তদন্ত কমিশন গঠন করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪৪ তম মৃত্যুবাষির্কিতে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আজ এক বিবৃতিতে তাঁরা বলেন, ১৯৭৫ সালের এইদিনে বঙ্গবন্ধু তাঁর পরিবারের সদস্যদের নির্মম হত্যকা- ছিল একটি পরিকল্পিত চক্রান্তের অংশ। তারা বলেন, দীর্ঘ সময় পর হলেও বঙ্গবন্ধুর হত্যার বিচার ও এবং তার প্রকাশ্য খুনিদের অনেকের বিচারে রায় কার্যকর হয়েছে। কিন্তু এই হত্যার ষড়ন্ত্রের সাথে জাতীয় ও আন্তর্জাতিক মহল জড়িত। যারা নেপথ্যে রয়েছে তাদের খুঁজে বের করার জন্য একটি উচ্চ পর্যায়ে তদন্ত কমিশন গঠন করার জন্য সরকারের প্রতি তারা আহ্বান জানান।
ওয়ার্কার্স পার্টি জাতীয় শোক দিবসে আগামীকাল ১৫ আগস্ট সকাল ৯টায় ধানমন্ডী ৩২নং রোডে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করবে।
বাসস/সবি/কেসি/১৯৩০/-কেএমকে