মেসি পারেনি, আমি ভিন্ন ভিন্ন ক্লাবের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছি : রোনাল্ডো

196

প্যারিস, ১৪ আগস্ট ২০১৯ (বাসস) : লিওনেল মেসির সাথে তার তুলনা, পার্থক্য চলছেই। কে সেরা মেসি ও নাকি ক্রিস্টিয়ানো রোনাল্ডো। এমন প্রশ্ন চলছেই। আগে কয়েকবারই নিজেকে সেরা বলে দাবি করেছেন রোনাল্ডো। আরও একবার এই ইস্যুতে মুখ খুললেন রোনাল্ডো। এবার সরাসরি বলেননি তিনিই সেরা। তবে আকার-ইঙ্গিতে নিজেকে সেরা বুঝিয়ে দিয়েছেন তিনি এবং নিজের সেরা অর্জনগুলোকে সবার সামনে তুলে ধরেছেন রোনাল্ডো।
ফুটবলের জনপ্রিয় ওয়েবসাইট গোল ডট কমকে রোনাল্ডো বলেন, ‘মেসি দুর্দান্ত এক খেলোয়াড়। শুধুমাত্র ব্যালন ডি’অর জিতেই নয়, বছর শেষে আমার মত সে শীর্ষেই থাকে।’
মেসির সাথে তার আসল পার্থক্য কোথায় সেটিও ধরিয়ে দিলেন রোনাল্ডো। তিনি বলেন, ‘তার ও আমার মধ্যে মূল পার্থক্য হচ্ছে- আমি ভিন্ন ভিন্ন ক্লাবের হয়ে খেলেছি এবং চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতেছি। আমি চ্যাম্পিয়ন্স লিগে টানা ছয় আসরে সর্বোচ্চ গোল দাতা।’
ম্যানচেষ্টার ইউনাইটেডের পর রিয়াল মাদ্রিদের হয়ে তিনটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতেছেন রোনাল্ডো। আগামী মৌসুমে জুভেন্টাসের হয়ে বড় সাফল্য পেতে মরিয়া রোনাল্ডো। কিন্তু মেসির ক্লাব ফুটবল ক্যারিয়ার বার্সেলোনা কেন্দ্রিক। যত সাফল্য বার্সেলোনার হয়েই পেয়েছেন তিনি।
তাই এ সর্ম্পকে রোনাল্ডো বলেন, ‘অবশ্যই, দীর্ঘ কয়েক বছর ধরে আমরা খেলছি এবং অনেক বছর ধরেই আমাদের মধ্যে প্রতিযোগিতা হচ্ছে। এরকম প্রতিযোগিতা দুই, তিন, চার বা বেশি বছর ধরে চলছে। দশ বছর ধরে! এটা দেখাই যায় না।’