ভারতের পশ্চিমাঞ্চলে সড়ক দুর্ঘটনায় নিহত ৭

208

নয়াদিল্লী, ২৩ জুন, ২০১৮ (বাসস ডেস্ক) : পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটে এক সড়ক দুর্ঘটনায় অন্তত সাত জনের মৃত্যু ও আরো ২৪ জন আহত হয়েছে। শনিবার পুলিশ একথা জানিয়েছে। খবর বার্তা সংস্থা সিনহুয়া’র।
স্থানীয় এক পুলিশ কর্মকর্তা বলেন, ‘শুক্রবার রাতে রাজ্যের আরেলি জেলার ভাবনগর-সোমনাথ মহাসড়কের একটি ছোট ব্রিজের কাছে প্রায় ৩২ আরোহীবাহি একটি ট্রাক মোড় নেয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।’
তিনি জানান, এই ঘটনায় সাত জন ঘটনাস্থলেই নিহত হয়েছে। আহতদের নিকটস্থ একটি সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে পাঁচ জনের অবস্থা গুরুতর।
পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে জানা গেছে ট্রাকটি অত্যন্ত দ্রুতগতিতে চলছিল। চালক বেপরোয়াভাবে গাড়ি চালানোর সময় ব্রিজে এসে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।
তিনি আরো বলেন, ‘এ ব্যাপারে তদন্তের নির্দেশ দেয়া হয়েছে।’