বাংলাদেশকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত

880

লন্ডন, ১১ আগস্ট, ২০১৯ (বাসস) : ইংল্যান্ডে অনুর্ধ্ব-১৯ ত্রিদেশীয় সিরিজে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। আজ ফাইনালে বাংলাদেশকে ৬ উইকেটে হারিয়েছে ভারত। লিগ পর্বে ৮ খেলায় অংশ নিয়ে ১১ পয়েন্ট নিয়ে সেরা হয়েও টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হতে পারলো না বাংলাদেশের যুবারা।
হোভে টস জিতে আগে ব্যাটিং করে নির্ধারিত ৫০ ওভারে সব ক’টি উইকেট হারিয়ে মাহমুদুল হাসান জয়ের সেঞ্চুরিসহ ১০৯ রানের লড়াকু স্কোর গড়ে বাংলাদেশের যুবারা। ১৩৪ বল মোকাবেলায় ৯টি বাউন্ডারি এবং ১টি ওভার বাউন্ডিারি হাকিয়ে ইনিংসের শেষ বলে রান আউটের ফাঁদে পড়েন জয়। দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ৬০ রান করেন পারভেজ হোসেন ইমন। সায়মন হোসেন ৩২ এবং ওপেনার তানজিদ হাসান করেন ২৬ রান। এ ছাড়া দলের আর কোন ব্যাটসম্যানই দুই অঙ্কের কোটা স্পর্শ করতে পারেননি। ভারতের শুশান্ত মিশ্র ও কার্তিক তিয়াগি ২টি করে উইকেট শিকার করেন।
জবাবে ২৬২ রানের লক্ষ্য ৮ বল বাকী রেখেই স্পর্শ করে ফেলে ভারত। ৪৮ দশমিক ৪ ওভারে ২৬৪ রান করে ম্যাচ জিতে নেয় ভারত। দলের পক্ষে চার ব্যাটসম্যান হাফ-সেঞ্চুরির স্বাদ নিয়েছেন। অধিনায়ক প্রিয়ম গার্গ ৭৩, ধ্রুব জুরেল অপরাজিত ৫৯, দিবানশ সাক্সেনা ৫৫ ও ইয়াসাভি জাইসাল ৫০ রান করেন। বাংলাদেশের রাকিবুল হাসান ৫৫ রানে ২টি উইকেট নেন।