বাসস ক্রীড়া-৭ : এস এ গেমস কাবাডিতে বাংলাদেশের ভাল সম্ভাবনা দেখছেন কোচ

292

বাসস ক্রীড়া-৭
কাবাডি- এসএ গেমস
এস এ গেমস কাবাডিতে বাংলাদেশের ভাল সম্ভাবনা দেখছেন কোচ
ঢাকা, ৮ আগস্ট, ২০১৯(বাসস): নেপালে অনুষ্ঠেয় আসন্ন এসএ গেমসে বাংলাদেশ কাবাডি দলের ভাল সম্ভাবনা দেখছেন কোচ চাজু রাম গয়াত। প্রায় দুইমাস ধরে জাতীয় কাবাডি দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন ভারতের চাজু রাম। বেশ কিছুদিনের অনুশীলনেই লাল-সবুজ দল নিয়ে আশাবাদী হয়ে উঠছেন এই কোচ। নেপালের কাঠমান্ডুতে ডিসেম্বরে আসন্ন দক্ষিণ এশিয়ান(এস এ) গেমসে কাবাডি নিয়ে বাংলাদেশ দল নিয়ে স্বপ্ন দেখছেন চাজু রাম। পুরুষ বিভাগে ফাইনাল খেলার লক্ষ্য নির্ধারণ করেছেন। আর নারী বিভাগে আগের বারের মতো এবারো ফাইনালে খেলার লক্ষ্য ভারতীয় কোচের। আপাতত সব দল নিয়েই কাজ করছেন এই কোচ।
ভারতের হরিয়ানা স্পোর্টস বিভাগে ২৩ বছর ধরে কাবাডি নিয়ে কাজ করার অভিজ্ঞতা চাজু রামের। এছাড়া ভারতের জুনিয়র ও ইন্দোনেশিয়া জাতীয় কাবাডি দলের কোচ ছিলেন তিনি। দীর্ঘদিনের অভিজ্ঞতার ঝুলি নিয়েই বাংলাদেশ দলের দায়িত্ব নিয়েছেন।
জুনের মাঝামাঝি সময়ে দায়িত্ব নিয়ে ইতিমধ্যে খেলোয়াড়দের ভালো মতো বুঝতে পেরেছেন। কার কী সমস্যা সেটা জেনেই অনুশীলনে জোর দিচ্ছেন। এরই মধ্যে এস এ গেমসে নিজের লক্ষ্য নির্ধারণ করে ফেলেছেন চাজু রাম। গত ভারতের এস এ গেমসে পুরুষদের বিভাগে ব্রোঞ্জ ও নারীদের বিভাগে রৌপ্য পদক জিতেছিল বাংলাদেশ।
আসন্ন গেমসে বাংলাদেশ দলকে নিয়ে নিজের লক্ষ্য জানিয়ে চাজু রাম বলেন, ‘এস এ গেমস আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। দক্ষিণ এশিয়ার এই শ্রেষ্ঠত্বের আসরে বাংলাদেশ দুই বিভাগে অংশ নিবে। আমি মনে করি পুরুষ দলের ফাইনালে খেলা সম্ভব। তাদের মধ্যে সেই সম্ভাবনা আছে। তবে বড় বাধা হলো ভারত ও পাকিস্তান। পাকিস্তানকে হারানোর সামর্থ্য অর্জন করতে পারবে খেলোয়াড়রা। এ জন্য সামনের দিনগুলোতে তাদের আরো কঠিন পরিশ্রম করতে হবে। তবে ফাইনালে উঠতে পারলে ভারতের বিপক্ষে কঠিন প্রতিদ্বন্দ্বিতার সম্মুখীন হতে হবে। আর নারীদের বিভাগে সবশেষ আসরে ফাইনালে খেলেছে দল। এবারও লক্ষ্য থাকবে ফাইনাল। তবে সেখানে ভারত ছাড়াও শ্রীলঙ্কা বড় বাধা থাকবে।’
বাংলাদেশের কাবাডির ভবিষ্যত নিয়ে তার ইতিবাচক মন্তব্য, ‘এখানে এসে বেশ কিছু দিন অনুশীলনের পর আমার কাছে মনে হয়েছে এস এ গেমসে সাফল্য পাওয়া সম্ভব। বাংলাদেশের খেলোয়াড়দের মধ্যে মেধার কমতি নেই। কিন্তু অনুশীলনে তাদের ঘাটতি আছে। আশা করছি ধীরে ধীরে তারা আরো উন্নতি করতে পারবে। ভবিষ্যতে একটি দল হিসেবে খেলতে পারবে।’
এস এ গেমসের আগে বিশেষ করে বাংলাদেশ পুরুষ দলকে নিজের দেশে নিয়ে উন্নত প্রশিক্ষণ ও ম্যাচ খেলাতে চাইছেন চাজু রাম। তিনি বলেছেন, ‘দলে বেশিরভাগ খেলোয়াড়ই নতুন। তিন থেকে চার জন খেলোয়াড় অভিজ্ঞ। ট্রায়ালের মাধ্যমে সেরাদের দলে নেয়া হয়েছে। আসলে ভালো করতে হলে সুষ্ঠ পরিকল্পনার সঙ্গে সুবিধাদিও দরকার।আমি চাইবো সেপ্টেম্বরের শেষে দলকে ভারতে নিয়ে যেতে। সেখানে যদি তারা পর্যাপ্ত প্রস্তুতি ম্যাচ খেলতে পারে তাহলে নিজেদের অবস্থানটা দেখতে পাবে। আরো অভিজ্ঞ হয়ে উঠবে।’
জাতীয় পুরুষ দলের অধিনায়ক মাসুদ করিমও কোচের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন। বর্তমানে প্রো-কাবাডি লিগে অংশ নেয়া দেশের সেরা এইডার বলেছেন, ‘ভারতে প্রো-লিগে খেলার আগে নতুন কোচের অধীনে কিছু দিন আমার অনুশীলনের সুযোগ হয়েছে। তাকে বেশ উন্নতমানের কোচ মনে হয়েছে। তার কাছ থেকে অনেক কিছু শেখার আছে। আমার মনে হয় খেলোয়াড়রা তার কাছ থেকে অনেক কিছু শিখতে পারছে।’
পুরুষ ও নারী দলের পাশাপাশি পুরুষদের অনূর্ধ্ব-২০ দলেরও কোচ চাজু রাম। একাধারে তিনটি দলকে পর্যায়ক্রমে কোচিং করাচ্ছেন। আপাতত আবাসিক ক্যাম্পে ঈদের ছুটি। ঈদের পর আবারও এস এ গেমসের নিরবিচ্ছিন ক্যাম্প শুরু হবে।
বাসস/স্বব/১৯২৫/ মোজা/এমএইচসি